শুরু হল নবান্ন স্কলারশিপ! নতুন আবেদন পদ্ধতি জেনে নিন, প্রত্যেক পড়ুয়া পাবে ১০ হাজার টাকা
খুশির খবর! অবশেষে পশ্চিমবঙ্গের ছাত্র-ছাত্রীদের জন্য শুরু হল নবান্ন স্কলারশিপের আবেদন প্রক্রিয়া। নতুন আবেদন পদ্ধতিতে কি কি থাকছে ? কিভাবে আবেদন করবেন ? – বিস্তারিত তুলে ধরা হলো আজকের প্রতিবেদনে।
বিষয়বস্তু
1 নবান্ন স্কলারশিপ কি?
Nabanna Scholarship 2023
1.2 কারা পাবে নবান্ন
স্কলারশিপ ?
2 নতুন কি কি
যোগ্যতা প্রয়োজন ? Eligibility
Criteria
2.1 কি কি তথ্য
সঙ্গে রাখতে হবে ফর্ম
ফিলাপের সময় ?
3 প্রয়োজনীয় নথিপত্র (Documents Needed for
Nabanna Scholarship)
3.1 নবান্ন স্কলারশিপের টাকার
পরিমাণ
4 নবান্ন স্কলারশিপের আবেদন
প্রক্রিয়া (Nabanna
Scholarship Online Apply)
4.1 অনলাইন আবেদন ও
ফর্ম ডাউনলোড
নবান্ন স্কলারশিপ কি? Nabanna Scholarship 2023
পশ্চিমবঙ্গের একটি অন্যতম জনপ্রিয় স্কলারশিপ হল নবান্ন স্কলারশিপ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই এই স্কলারশিপের শুভ সূচনা হয়। পশ্চিমবঙ্গে সবচেয়ে জনপ্রিয় স্কলারশিপ স্বামী বিবেকানন্দ স্কলারশিপে আবেদন করার জন্য ৬০ শতাংশ নাম্বার প্রয়োজন। তাই অনেক দরিদ্র ছাত্র-ছাত্রী স্কলারশিপের সুবিধা থেকে বঞ্চিত হয়। কিন্তু নবান্ন স্কলারশিপে ৫০ শতাংশ নম্বর পেলেই পড়ুয়ারা আবেদন করতে পারবে।
যে সকল ছাত্র-ছাত্রীরা মাধ্যমিকে অথবা উচ্চমাধ্যমিকে ৫০% নম্বর নিয়ে উত্তীর্ণ হয়েছে, ২০২৩-২৪ শিক্ষাবর্ষের তাদের জন্য নবান্ন স্কলারশিপের আবেদন প্রক্রিয়া সম্প্রতি শুরু হয়ে গিয়েছে।
একনজরে নবান্ন স্কলারশিপ
বিষয় |
তথ্য |
বৃত্তির নাম |
নবান্ন স্কলারশিপ ২০২৩ |
যোগ্য ছাত্র |
মাধ্যমিক পাশ, উচ্চমাধ্যমিক পাশ ও কলেজ পড়ুয়া |
আগের পরীক্ষায় নম্বর প্রয়োজন |
৫০% নম্বর থাকতে হবে, কিন্তু ৬০% এর কম |
স্কলারশিপের পরিমাণ |
10,000 টাকা |
আবেদন মোড |
অনলাইন পোর্টালে |
কারা পাবে নবান্ন স্কলারশিপ ?
যে সকল ছাত্র-ছাত্রীরা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ৫০ শতাংশ নম্বরের বেশি এবং ৬০ শতাংশ নম্বরের কম নম্বর নিয়ে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে সেই সকল ছাত্রছাত্রীরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে এবং যে সকল স্নাতকোত্তর স্তরের ছাত্র-ছাত্রীরা স্নাতকে ৫০ শতাংশের বেশি এবং ৫৩ শতাংশের কম নম্বর নিয়ে উত্তীর্ণ হয়েছে সেই সকল ছাত্র-ছাত্রীরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে।
এই স্কলারশিপে আবেদন করার জন্য আবেদনকারীর পরিবারের বার্ষিক ইনকাম ১ লক্ষ ২০ হাজার টাকার নিচে হতে হবে।
নতুন কি কি যোগ্যতা প্রয়োজন ? Eligibility Criteria
২০২৩-২৪ শিক্ষাবর্ষে যেরকম আবেদন প্রক্রিয়ায় বদল ঘটেছে অফলাইনের পরিবর্তে নবান্ন স্কলারশিপে আবেদন প্রক্রিয়া অনলাইনে করা হয়েছে, একইরকম নবান্ন স্কলারশিপে আবেদন করার জন্য ২০২৩-২৪ শিক্ষাবর্ষে নতুন কি কি যোগ্যতার প্রয়োজন সেগুলি জেনে নেওয়া যাক।
1) আবেদনকারী এবং আবেদনকারীর পরিবারকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
2) পশ্চিমবঙ্গ রাজ্যের যেকোনো বোর্ড, কাউন্সিল, বিশ্ববিদ্যালয় থেকে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক এবং আন্ডার গ্র্যাজুয়েট পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর রাজ্যের যেকোনো প্রতিষ্ঠানে অধ্যয়ন করতে হবে।
3) উচ্চ মাধ্যমিক এবং স্নাতক স্তরে এই স্কলারশিপের সুবিধা নেওয়ার জন্য মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় যথাক্রমে ৫০ শতাংশ বা তার বেশি নম্বর কিন্তু ৬০ শতাংশ এর কম নম্বর নিয়ে উত্তীর্ণ হতে হবে।
4) স্নাতকোত্তর স্তরে এই স্কলারশিপের সুবিধা নেওয়ার জন্য গ্র্যাজুয়েশনে ৫০ শতাংশ বা তার বেশি কিন্তু ৫৩ শতাংশের কম নম্বর নিয়ে উত্তীর্ণ হতে হবে।
5) আবেদনকারীর পরিবারের বার্ষিক ইনকাম ১ লক্ষ ২০ হাজার টাকার কম হতে হবে।
কি কি তথ্য সঙ্গে রাখতে হবে ফর্ম ফিলাপের সময় ?
নবান্ন স্কলারশিপে ফর্ম ফিলাপের সময় যে যে তথ্যগুলি সঙ্গে রাখতে হবে, সেগুলি হল-
মাধ্যমিকের এডমিট কার্ড অনুযায়ী আবেদনকারীর নাম।
আবেদনকারীর অভিভাবকের নাম।
আবেদনকারী বর্তমান বয়স।
মাধ্যমিক পরীক্ষার রোল নাম্বার।
মাধ্যমিক পরীক্ষার সাল।
পিন কোড সহ আবেদনকারীর সম্পূর্ণ ঠিকানা।
একটি বৈধ মোবাইল নাম্বার।
একটি বৈধ ইমেইল আইডি।
আবেদনকারীর সক্রিয় সেভিংস একাউন্টের তথ্য।
আরও পড়ুন » পশ্চিমবঙ্গ সরকারের নতুন প্রকল্প! প্রত্যেক
পড়ুয়া পাবে ৩০ হাজার
টাকা
প্রয়োজনীয় নথিপত্র (Documents Needed for Nabanna
Scholarship)
এরপর জেনে নেওয়া যাক আবেদন করার জন্য কি কি ডকুমেন্ট লাগবে ?
আবেদন করার সময় আবেদনকারীকে প্রয়োজনীয় ডকুমেন্টগুলি পিডিএফ আকারে রাখতে হবে। প্রতিটি ডকুমেন্টের পিডিএফ এর সাইজ 500kb এর নীচে হতে হবে। নবান্ন স্কলারশিপে আবেদন করার জন্য যে সকল নথীপত্রের প্রয়োজন সেগুলি হল-
1) মাধ্যমিকের এডমিট কার্ড।
উচ্চ মাধ্যমিক স্তরে পাঠরত পড়ুয়াদের মাধ্যমিকের মার্কশীট, স্নাতক স্তরে পাঠরত পড়ুয়াদের উচ্চমাধ্যমিকের মার্কশিট এবং স্নাতকোত্তর স্তরে পাঠরত পড়ুয়াদের গ্র্যাজুয়েশনের মার্কশিট প্রয়োজন।
চলতি শিক্ষাবর্ষ বা সেমিস্টারের ভর্তির রসিদ।
Diploma, B.Tech., MBBS, Law, Nursing, Pharmacy -এর মতো প্রফেশনাল কোর্সে পাঠরত পড়ুয়াদের প্রবেশিকা পরীক্ষার র্যাঙ্ক কার্ড (Rank Card) এবং প্রফেশনাল কোর্সে ভর্তির জন্য বরাদ্দ পত্র।
আবেদনকারীর সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্টের (Savings Bank Account) পাস বুকের প্রথম পৃষ্ঠা যেখানে A/c নম্বর, IFSC নম্বর এবং অ্যাকাউন্ট হোল্ডারের নাম স্পষ্টভাবে দৃশ্যমান।
উপযুক্ত কর্তৃপক্ষের দ্বারা জারি করা পড়ুয়ার পারিবারিক আয়ের শংসাপত্র (Annual Income)। নবান্ন স্কলারশিপে আবেদনের জন্য যে সকল বিশিষ্ট ব্যক্তিত্ব দ্বারা জারি করা ইনকাম সার্টিফিকেট এর প্রয়োজন- ভারপ্রাপ্ত মন্ত্রী, প্রতিমন্ত্রী, DM, SDO, BDO, Joint BDO,
Executive Officer, Deputy Commissioner।
MLA অথবা MP-এর মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে সুপারিশ। (MLA Recommendation)
আবেদনকারীর দ্বারা যথাযথভাবে স্বাক্ষরিত আর্থিক সহায়তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে প্রার্থনা পত্র (Self Application)। প্রার্থনা পত্রে আবেদনকারীর সম্পূর্ণ ঠিকানা, মোবাইল নম্বর এবং ই-মেইল আইডি উল্লেখ করতে হবে।
নবান্ন স্কলারশিপের টাকার পরিমাণ
মাধ্যমিক, উচ্চমাধ্যমিক এবং স্নাতক স্তরের পড়ুয়ারা এই স্কলারশিপে বার্ষিক ১০,০০০ টাকা বৃত্তি পেয়ে থাকে এবং স্নাতকোত্তর স্তরের পড়ুয়ারা এই স্কলারশিপ এর মাধ্যমে বার্ষিক ১২,০০০ টাকা বৃত্তি পেয়ে থাকে।
নবান্ন স্কলারশিপের আবেদন প্রক্রিয়া (Nabanna Scholarship Online Apply)
২০২৩-২৪ শিক্ষাবর্ষ থেকে নবান্ন স্কলারশিপের আবেদন প্রক্রিয়ায় বড়সড় বদল ঘটেছে এবার থেকে নবান্ন স্কলারশিপের আবেদন প্রক্রিয়া অনলাইনের মাধ্যমে করা যাবে।
এর আগে নবান্ন স্কলারশিপে আবেদন করার জন্য প্রয়োজনীয় নথিপত্র সহ সঠিকভাবে আবেদন পত্র পূরণ করার পরে ফর্মটি মুখ্যমন্ত্রীর কার্যালয়ে ‘নবান্ন’ এ জমা দিতে হতো। ছাত্র-ছাত্রীরা নবান্নে গিয়ে এই স্কলারশিপে আবেদন করার সময় অনেক সমস্যার মুখে পড়তো, ছাড়াও অধিকাংশ ছাত্র ছাত্রীরা সঠিকভাবে আবেদনপত্র জমা করতে না পারার কারণে এই স্কলারশিপের টাকা থেকে বঞ্চিত থাকতো।
তাই রাজ্য সরকার সকল ছাত্র-ছাত্রীদের কথা মাথায় রেখে ২০২৩-২৪ শিক্ষাবর্ষ থেকে এই স্কলারশিপের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইনে (Online Portal) করে দিয়েছে।
আপনাদের সুবিধার জন্য, নবান্ন স্কলারশিপের উপর একটি বিস্তারিত ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া রয়েছে, যার লিংক নিচে দেওয়া থাকবে-
আরো পড়ুন »
মেধাশ্রী স্কলারশিপ: রাজ্যের পড়ুয়ারা পাবে সরকারের এই
দুর্দান্ত স্কলারশিপ
ইঞ্জিনিয়ারিং/মেডিকেল কোর্স সম্পুর্ণ বিনামূল্যে
(Tuition Fee Waiver Scheme)
অনলাইন আবেদন ও ফর্ম ডাউনলোড
অফিসিয়াল পোর্টাল |
|
MLA সুপারিশ (Recommendation) |
|
মুখ্যমন্ত্রীর কাছে প্রার্থনা পত্র (Self Declaration) |
|
ইনকাম সার্টিফিকেট ফরমেট (Income Certificate) |
ফর্ম পূরণের জন্য আনুষ্ঠানিকভাবে কোন শেষ তারিখ সরকারের ওয়েবসাইটে উল্লেখ নেই, তবে যত তাড়াতাড়ি সম্ভব ফর্ম পূরণ করার প্রক্রিয়াটি সম্পূর্ণ করার চেষ্টা করুন।