পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে বিনা খরচে ২৪০ জন তপশিলি জাতিভুক্ত ছাত্রছাত্রীদের কর্মমুখী প্ৰশিক্ষণ
পশ্চিমবঙ্গ সরকারের অধীনস্থ সংস্থা ‘পশ্চিমবঙ্গ তপশিলি জাতি, আদিবাসী ও অন্যান্য অনগ্রসর শ্রেণি উন্নয়ন ও বিত্ত নিগম'-এর সহযোগিতায় | তপশিলি জাতিভুক্ত তরুণ-তরুণীদের কর্মসংস্থান ও স্বনির্ভরতার জন্য বিনা খরচে অনাবাসিক প্রশিক্ষণ প্রদানের উদ্দেশ্যে জেনারেল ডিউটি অ্যাসিস্ট্যান্ট (V-2.0 ) (HSS / Q 5101 ), হসপিটাল ফ্রন্ট ডেস্ক কোঅর্ডিনেটর (HSS/Q6101) ও এমার্জেন্সি মেডিক্যাল টেকনিশিয়ান | বেসিক (HSS / Q2301, V-1.0) কোর্সে ভর্তি-প্রক্রিয়া শুরু হয়েছে।
যোগ্যতা ও প্রশিক্ষণকেন্দ্র –
(১) জেনারেল ডিউটি অ্যাসিস্ট্যান্ট (V- 2.0) (HSS/Q5101) কোর্স: মাধ্যমিক পাশ ছাত্রছাত্রীরা আবেদনের যোগ্য। আসন সংখ্যা ১০। দক্ষিণ ২৪ পরগনা জেলাস্থিত প্রশিক্ষণকেন্দ্রের ঠিকানা-নতুন পল্লী, পূর্ব পাড়া, সোনারপুর, পিন- ৭০০১৫০।
(২) | হসপিটাল ফ্রন্ট ডেস্ক (HSS / Q6101 ) কোর্স: উচ্চমাধ্যমিক পাশ ছাত্রছাত্রীরা আবেদনের যোগ্য। আসন সংখ্যা ১০।
(ক) পশ্চিম মেদিনীপুর | জেলাস্থিত প্রশিক্ষণকেন্দ্রের ঠিকানা- নজরগঞ্জ,মেদিনীপুর, পিন- ৭২১১০১।
(খ) কালিম্পং জেলাস্থিত প্রশিক্ষণকেন্দ্রের ঠিকানা - ডঃ গ্রাহামস হোমস, পোস্ট অফিস তোপখানা, কালিম্পং, পিন - ৭৩৪৩১৬।
(৩) এমার্জেন্সি মেডিক্যাল টেকনিশিয়ান বেসিক (HSS / Q2301 V 1.0) কোর্স: ঊচ্চমাধ্যমিক পাশ ছাত্রছাত্রীরা আবেদনের যোগ্য। আসন সংখ্যা ৬০। বীরভূম জেলাস্থিত প্রশিক্ষণকেন্দ্রের ঠিকানা- সেকেন্ড ফ্লোর, ব্লক এ, সুপারমার্কেট, শান্তিনিকেতন রোড, বোলপুর, পিন - ৭৩১২০৪। | সব কোর্সের ক্ষেত্রেই বয়স হতে হবে ১৮ থেকে ৩৫ বছর। পারিবারিক বার্ষিক আয় সর্বাধিক ৩,০০,০০০ টাকা হতে হবে। অনলাইনে দরখাস্ত করতে হবে www.wbscstcorp.gov.in ওয়েবসাইটের মাধ্যমে। আবেদন করার শেষ তারিখ ১৫ মার্চ, ২০২৪।