রেল মন্ত্রক অনুমোদিত বিভিন্ন কর্মমুখী ডিপ্লোমা কোর্সে ভর্তি
কেন্দ্রীয় রেল মন্ত্রকের অধীনস্থ প্রতিষ্ঠান ইন্সটিটিউট অফ রেল ট্রান্সপোর্ট, নিউ দিল্লি একাধিক কর্মমুখী ডিপ্লোমা কোর্সে ভর্তির জন্য দরখাস্ত গ্রহণ শুরু করেছে।
কোর্সগুলি হল-
· ডিপ্লোমা ইন ট্রান্সপোর্ট ইকোনমিক্স অ্যান্ড ম্যানেজমেন্ট,
· ডিপ্লোমা ইন মাল্টি মডেল ট্রান্সপোর্ট (কনটেনারাইজেশন) অ্যান্ড লজিস্টিকস ম্যানেজমেন্ট,
· ডিপ্লোমা ইন রেল ট্রান্সপোর্ট অ্যান্ড ম্যানেজমেন্ট,
· ডিপ্লোমা ইন পোর্ট ডেভেলপমেন্ট অ্যান্ড ম্যানেজমেন্ট।
উল্লিখিত কোর্সগুলিতে | অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীকে স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে যে কোনো বিষয়ে গ্র্যাজুয়েট বা তিন বছরের ডিপ্লোমা পাশ হতে হবে।
কেন্দ্রীয় সরকারি কর্মী / রাজ্য সরকারি কর্মী / প্রতিরক্ষা বাহিনীর কর্মীদের (কর্মরত ও অবসরপ্রাপ্ত) বেলায় উচ্চমাধ্যমিক পাশ হতে হবে ও তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
প্রতিটি কোর্সের মেয়াদ ১ বছর।
ডিপ্লোমা ইন পোর্ট ডেভেলপমেন্ট অ্যান্ড ম্যানেজমেন্ট কোর্সের ফি ১০,০০০ টাকা।
অন্যান্য কোর্সের ফি ৮, ০০০ টাকা।
অনলাইনে দরখাস্ত করা যাবে www.irt.indianrailways.gov.in ওয়েবসাইটের মাধ্যমে। প্রসপেক্টাস ফি বাবদ ২০০ টাকা (পোস্টাল চার্জ-সহ) ডিমান্ড ড্রাফটের মাধ্যমে 'Institute of Rail Transport, payable at New Delhi'-এর অনুকূলে জমা করতে হবে। ডিমান্ড ড্রাফটের উল্টো দিকে বড় হরফে নিজের নাম ও ঠিকানা এবং কোর্সের নাম লিখে দিতে হবে। আবেদন করার শেষ তারিখ ২৮ মার্চ, ২০২৪।
ভর্তির পরীক্ষা নেওয়া হবে কলকাতা-সহ দেশের একাধিক শহরে। আরও বিস্তারিত জানতে দেখুন উল্লিখিত ওয়েবসাইট।
Read more ❓❓❓❓❓❓🙏
রেল মন্ত্রক অনুমোদিত বিভিন্ন কর্মমুখী ডিপ্লোমা কোর্সে ভর্তি❓❓❓
Link 🔗🔗🔗🔗
রামকৃষ্ণ মিশন শিল্পমন্দির কম্পিউটার সেন্টারে কেন্দ্রীয় সরকার স্বীকৃত একাধিক কর্মমুখী কোর্স❓❓❓
Link 🔗🔗🔗🔗
রামকৃষ্ণ মিশন সমাজ সেবক শিক্ষণ মন্দিরে নিখরচায় স্বনির্ভর হওয়ার সুযোগ❓❓❓
Link 🔗🔗🔗🔗
পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে বিনা খরচে ১২০ জন তপশিলি জাতিভুক্ত ছাত্রছাত্রীদের কর্মমুখী প্রশিক্ষণ❓❓❓❓
Link 🔗🔗🔗🔗
😎https://junglemahals.blogspot.com/2024/03/%20%20%20%20%20%20%20%20%20%20%20_01895364035.html
পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে বিনা খরচে ২৪০ জন তপশিলি জাতিভুক্ত ছাত্রছাত্রীদের কর্মমুখী প্ৰশিক্ষণ❓❓❓
Link 🔗🔗🔗🔗
😎https://junglemahals.blogspot.com/2024/03/%20%20%20%20%20%20%20%20%20%20%20_0608730364.html
ICDS Exam Syllabus 2024 West Bengal previous year question ❓❓
Link 🔗🔗🔗🔗
https://junglemahals.blogspot.com/2024/03/ICDS%20Exam%20Syllabus%202024%20West%20Bengal.html
C/C++ বিনামূল্যে কোডিং শেখার সুযোগ দিচ্ছে কেন্দ্র সরকার! বাড়িতে বসেই বাংলা ভাষায় শিখতে পারবেন❓❓❓
Link 🔗🔗🔗🔗
পুলিশের উদ্যোগে ছাত্র-ছাত্রীদের জন্য চাকরির পরীক্ষার বিনামূল্যে (লক্ষ্যভেদ) অনলাইন কোচিং!!❓❓❓❓
Link 🔗🔗🔗🔗