পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে বিনা খরচে ১২০ জন তপশিলি জাতিভুক্ত ছাত্রছাত্রীদের কর্মমুখী প্রশিক্ষণ
পশ্চিমবঙ্গ সরকারের অধীনস্থ সংস্থা 'পশ্চিমবঙ্গ তপশিলি জাতি, আদিবাসী ও অন্যান্য অনগ্রসর শ্রেণি উন্নয়ন ও বিত্ত নিগম'-এর সহযোগিতায় তপশিলি জাতিভুক্ত তরুণ-তরুণীদের কর্মসংস্থান ও স্বনির্ভরতার জন্য বিনা খরচে অনাবাসিক প্রশিক্ষণ প্রদানের উদ্দেশ্যে অ্যাসিস্ট্যান্ট ইলেক্ট্রিশিয়ান (CON/Q0602) ও বার বেন্ডার অ্যান্ড স্টিল ফিক্সার (CON/Q0203) কোর্সে ভর্তি—প্রক্রিয়া শুরু হয়েছে। প্রকল্পটি রুপায়ণে এগিয়ে এসেছে SMD Technologies | মাধ্যমিক পাশ ছাত্রছাত্রীরা আবেদনের যোগ্য।
বয়স হতে হবে ১৮ থেকে ৩৫ বছর। পারিবারিক বার্ষিক আয় সর্বাধিক ৩,০০,০০০ টাকা হতে হবে।
আসন সংখ্যা ১২০।
অনলাইনে দরখাস্ত করতে হবে www.wbscstcorp.gov.in ওয়েবসাইটের মাধ্যমে ২৮ ফেব্রুয়ারি, ২০২৪-এর মধ্যে। প্রশিক্ষণকেন্দ্রের ঠিকানা- ইসলামপুর গভর্নমেন্ট আইটিআই, কলেজ পাড়া, ইসলামপুর, ইসলামপুর জেনারেল কলেজের নিকটে, জেলা- উত্তর দিনাজপুর, পশ্চিমবঙ্গ, পিন - ৭৩৩২০২।