C/C++ বিনামূল্যে কোডিং শেখার সুযোগ দিচ্ছে কেন্দ্র সরকার! বাড়িতে বসেই বাংলা ভাষায় শিখতে পারবেন

Bengali Darpan
0


 

C/C++ বিনামূল্যে কোডিং শেখার সুযোগ দিচ্ছে কেন্দ্র সরকার! বাড়িতে বসেই বাংলা ভাষায় শিখতে পারবেন

Free coding Course for Students from “SWAYAM” Central Government! Bengali Coding Course with Certificate.

বর্তমান যুগে প্রোগ্রামিংয়ের চাহিদা দ্রুত বেড়ে চলেছে। প্রোগামিংয়ের সাথে সাথে প্রোগামিং ল্যাঙ্গুয়েজ এর গুরুত্ব প্রবল হচ্ছে। কেননা প্রোগামিংয়ের কাজ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ছাড়া হয় না

প্রোগামাররা তথ্য বিশ্লেষণ, অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট-সহ নানা কাজ করতে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে। আজকের সময় দাঁড়িয়ে প্রোগ্রামিং একটি ভালো ক্যারিয়ার হতে পারে। এর জন্য দরকার যথাযথ ট্রেনিং

অনলাইন এবং অফলাইন মাধ্যমে অনেক প্রতিষ্ঠানে প্রোগ্রামিং প্রোগ্রামিং ল্যাংগুয়েজ এর ট্রেনিং প্রদান করে থাকে। তবে বেশিরভাগ ক্ষেত্রেই এই ক্লাসগুলো হয়ে থাকে ইংরেজিতে। এর ফলে বাংলা মিডিয়ামের ছাত্র-ছাত্রীরা যারা ইংরেজিতে অনেকটাই দুর্বল তারা পিছিয়ে পড়ে

সেই জন্য কেন্দ্র সরকারের তরফ থেকেই উদ্যোগ নেয়া হয়েছে। স্বয়ম নামক প্ল্যাটফর্মের মাধ্যমে দেশের আইআইটির প্রফেসররা ছাত্র-ছাত্রীদের এই ক্লাস নেবেন কিভাবে আবেদন করবেন? কি কি শেখানো হবে? – সমস্ত কিছু জানতে প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন!

বিষয়বস্তু

1 Free Programming Course from ‘SWAYAM’ Central Govt – বাংলা ভাষায় প্রোগ্রামিং

2 SWAYAM কোর্সে কি কি শেখানো হবে?

2.1 কারা এই কোর্স করতে পারবেন ?

2.2 কোর্স শেষে সার্টিফিকেটের সুবিধা

Free Programming Course from ‘SWAYAM’ Central Govt – বাংলা ভাষায় প্রোগ্রামিং

আপনি বাড়িতে বসেই বাংলা ভাষায় শিখতে পারবেন প্রোগ্রামিং ল্যাংগুয়েজ। কেন্দ্রীয় সরকারের উদ্যোগে স্বয়ম পোর্টালে বাংলা ভাষায় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখা যাবে। যে সমস্ত ছাত্র ছাত্রী ইংরেজিতে দুর্বল কিন্তু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে চান তাদের জন্য খুবই হেল্পফুল হবে এই কোর্সটি

স্বয়ম ভারত সরকারের একটি সরকারি পোর্টাল, যেখানে নবম শ্রেণী থেকে স্নাতকোত্তর শ্রেণীর ছাত্র ছাত্রীদের বিভিন্ন শিক্ষামূলক কোর্স করানো হয়

স্বয়মে রয়েছে একাধিক কোর্স। যার মধ্যে এখানে বিনামূল্যে শেখানো হয় প্রোগামিং লাঙ্গুয়েজ সি এবং সি++ উল্লেখ্য সি এবং সি++ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলির মধ্যে সবচেয়ে জনপ্রিয় ল্যাঙ্গুয়েজ

অনেক প্রতিষ্ঠানে এই ল্যাঙ্গুয়েজ গুলো অনলাইন বা অফলাইন মোডে শিখিয়ে থাকে তবে তার জন্য খরচ করতে হয় মোটা অংকের টাকা। কিন্তু স্বয়ম থেকে একদম বিনামূল্যে এই কোর্স আপনি করতে পারবেন

আরো পড়ুনআর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI) কোর্স করাচ্ছে IIT খড়গপুর! সঙ্গে সার্টিফিকেট সুবিধা

SWAYAM কোর্সে কি কি শেখানো হবে?

সম্পূর্ণ বাংলা ভাষায় এই দুটি কোর্স করা যাবে যেখানে স্পোকেন টিউটোরিয়াল এর মাধ্যমে সম্পূর্ণ কোর্সটি করানো হবে

  • এই কোর্সটিতে রয়েছে ২০টি অডিও ভিডিও স্পোকেন টিউটোরিয়াল
  • এই টিউটোরিয়াল গুলি থেকে খুব সহজেই এই দুটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এর খুঁটিনাটি তথ্য জানতে পারবেন ছাত্রছাত্রীরা

বিশেষ বিষয় হল এই ক্লাস করা যাবে নিজেদের সময় মত। অন্যদিকে প্রত্যেকটি টিউটোরিয়ালের শেষে দেওয়া হবে প্রশ্নপত্র। এর মাধ্যমে কতটা শিখতে পারলেন তা মূল্যায়ন করে নিতে পারবেন সঙ্গে সঙ্গেই

Apply Free AI Training Course

ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি বম্বের অধ্যাপক কান্নান মৌদ্গল্যের তত্ত্বাবধানে স্পোকেন টিউটোরিয়াল প্রজেক্টটি পরিচালিত হবে। কেন্দ্রীয় সরকারের মানব সম্পদ উন্নয়ন মন্ত্রকের ন্যাশনাল মিশন অন এডুকেশন থ্রু ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি এই প্রোজেক্টের আর্থিক ভার নিয়েছে

কারা এই কোর্স করতে পারবেন ?

1.   দশম থেকে স্নাতকোত্তর পর্যায়ের পড়ুয়ারা এই কোর্সটি করতে পারবেন

2.   এছাড়া চাকরিরত মানুষ কিংবা যারা প্রোগ্রামিং শিখতে ইচ্ছুক এই কোর্স করতে পারবে

কোর্স শেষে সার্টিফিকেটের সুবিধা

কোর্সের শেষে নেয়া হবে অনলাইন পরীক্ষা, পরীক্ষায় পাশ করলে মিলবে সার্টিফিকেট কোর্সটি করতে ইচ্ছুক ছাত্র-ছাত্রীরা স্বয়মের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন করতে পারবে

Enroll SWYAM Course

আবেদনের জন্য কোনো অর্থ লাগবে না এই বিষয়ে আরো বিস্তারিত জানার জন্য swayam.gov.in ওয়েবসাইটে যেতে হবে

 

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

Please Select Embedded Mode To show the Comment System.*