শিক্ষার্থীদের জন্য L’Oréal অনলাইনে বিনামুল্যে প্রফেশনাল কোর্স! সুযোগ হাতছাড়া করবেন না
L’Oréal BOOST 2023:
Upskilling and Mentorship programme for diploma, undergraduate or postgraduate
students.
“শিক্ষিত বুকে মাথা গুজে বেকারত্ব কাঁদে!”
– শিক্ষিত হয়েও চাকরি না পাওয়ার যন্ত্রনা হয়ত একজন বেকারই বোঝে। আর বর্তমানে চাকরির যা বেহাল দশা ভালো নম্বর বা র্যাঙ্ক করা সত্বেও চাকরি নেই। আর আপনি যদি মধ্যবিত্ত ঘরের হন আর জেনারেল লাইনে পড়াশুনা করেন তো এবারের মত আপনার চাকরি করার আশাটাও না হয় স্বপ্ন হয়ে থাকবে!?
উপযুক্ত যোগ্যতা থাকা সত্বেও চাকরি না পাওয়ায় বসে আছে কত বেকার তরুন তরুনী। আর সমগ্র দেশজুড়ে এরকম হাজার হাজার বেকার তরুন তরুনীর কাজের সুযোগ করে দিচ্ছে Loreal! বিস্তারিত জানতে চান? জানতে হলে আমাদের সঙ্গে শেষ অবধি থাকুন।
বিষয়বস্তু
1 শিক্ষার্থীদের জন্য L’Oréal BOOST 2023
1.1 আবেদনকারীরা যে সকল সুবিধা পাবেন
3 আবেদনের পদ্ধতি: Coursera L’Oréal Boost Apply
শিক্ষার্থীদের জন্য L’Oréal
BOOST 2023
Loreal এর তরফ থেকে পড়ুয়াদের কিছু নামকরা বিশ্ববিদ্যালয় থেকে বিনামুল্যে প্রায় ৩৪ টি প্রফেশনাল কোর্স করানো হবে, থাকবে best guidelines আর থাকবে বিভিন্ন upskilling ওয়েবিনারে যোগাযোগের বন্দোবস্ত। ভবিষ্যতে থাকবে Loreal expert হয়ে কোম্পানির সঙ্গে কাজ করার দুর্দান্ত সুযোগ। কীভাবে আবেদন করবেন, কী কী লাগবে জানতে হলে আভাদের সঙ্গে থাকুন।
লর্যিয়াল বুস্ট:
বর্তমান প্রজন্মের তরুন প্রজন্মকে কর্মমুখী ও অধিক কাজের সুযোগ দিয়ে ভবিষ্যতের জন্য উন্নত করার লক্ষ্যে Loreal এক দারুন কর্মসূচীর আয়োজন করেছে। তরুন প্রজন্মের প্রতিভাকে বহুমুখী করে তুলতে পেশাদারী করে তুলতে Loreal এর এই পরিকল্পনা।
আবেদনকারীরা যে সকল সুবিধা পাবেন
(১) শিল্প বিশেষজ্ঞদের দ্বারা অনলাইন আপস্কিলিং ওয়েবিনারে যোগদান।
(২) Coursera-এ
34টি বিনামূল্যের কোর্সে
অ্যাক্সেস।
(৩) Loreal
পেশাদারদের দ্বারা ওয়ান টু ওয়ান মেন্টরসিপ প্রোগ্রাম।
আবেদনকারীর যোগ্যতা
1.
আবেদনকারীদের বয়স
১৮ – ৩০ বছরের মধ্যে হতে হবে।
2.
আবেদনকারীদের শিক্ষাগত
যোগ্যতা আইটিআই ডিপ্লোমা, ভোকেশনাল কোর্স, স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রীধারীদের
অগ্রাধিকার দেওয়া হবে।
3.
NIRF এর তালিকায় অন্তভূক্ত কলেজ ও বিশ্ববিদ্যালয় স্নাতক
বা স্নাতকোত্তর পড়ুয়ারাও
আবেদন করতে পারবেন।
4.
আবেদনকারীর পারিবারিক আয় 8,00,000 এর কম হতে হবে।
5.
PAN INDIA জুড়ে সকল আবেদনকারীরা আবেদন
করতে পারবেন।
প্রয়োজনীয় নথিপত্র
আবেদন করার আগে নিচের দেওয়া গুরুত্বপূর্ণ কাগজপত্র গুলি স্ক্যান করে আপলোড করতে হবে –
1.
বয়স প্রমাণের নথির সাথে পরিচয়ের পত্রের প্রমাণ (আধার কার্ড, ভোটার আইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স, ইত্যাদি)
2.
পরিচয় পত্রের প্রমাণ (আধার কার্ড/ভোটার আইডি কার্ড/পাসপোর্ট/ড্রাইভিং লাইসেন্স/প্যান কার্ড)
3.
পূর্ববর্তী যোগ্যতা পরীক্ষার মার্কশিট
4.
শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির
প্রমানপত্র (কলেজ/ইন্সটিটিউশন আইডি
কার্ড/ভর্তি ফি রসিদ, ইত্যাদি)
অবশ্যই পড়ুন: সম্পূর্ণ
বিনামূল্যে কেরিয়ার কোর্স করাচ্ছে টাটা,
সঙ্গে সার্টিফিকেট! দারুন সুযোগ
আবেদনের পদ্ধতি: Coursera
L’Oréal Boost Apply
আবেদনকারীরা উক্ত প্রোগ্রামে যোগদান করতে চাইলে Loreal এর অফিসিয়াল পেজে অ্যাপ্লিকেশন লিঙ্কের মাধ্যমে আবেদন প্রক্রিয়া শুরু করবেন।
1.
‘Apply now’ বাটনে ক্লিক
করুন।
2.
আপনার রেজিস্টারড আইডি দিয়ে Buddy4study তে লগইন
করুন এবং আবেদন শুরু করুন।
3.
আর যদি রেজিস্টার না হয়ে থাকে অনুগ্রহ করে আপনার ইমেল/মোবাইল/জিমেইল অ্যাকাউন্ট দিয়ে Buddy4Study-এ রেজিস্টার
করুন।
4.
এরপর আপনাকে ‘L’Oréal BOOST 2023’এর
পৃষ্ঠায় পুনঃনির্দেশিত করবে।
5.
আবেদন প্রক্রিয়া শুরু করতে ‘Start Application’ বোতামে
ক্লিক করুন।
6.
অনলাইন আবেদনপত্রে প্রয়োজনীয় নথি
দিয়ে পূরণ করুন।
7.
‘নিয়ম ও শর্তাবলী’ পড়ুন এবং আবেদন জমা দেওয়ার দিকে এগিয়ে যাওয়ার জন্য আপনার গ্রহণযোগ্যতা নির্দেশ
করুন।
8.
আবেদনকারীর দ্বারা পূরণ করা সমস্ত বিবরণ সঠিকভাবে প্রিভিউ স্ক্রিনে দেখা গেলে, আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ
করতে ‘সাবমিট’ বোতামে ক্লিক করুন।
রেজিস্ট্রেশন লিংক: Click Here
অফিসিয়াল ওয়েবসাইটের লিংক: Click Here
আবেদনকারীদের
মেধাভিত্তিক পরীক্ষার ভিত্তিতে নির্বাচন করা হবে। পরীক্ষার্থীদের অনুরোধ করা হচ্ছে তারা যেন অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সুনির্দিষ্ট সময় বেচে নেন পরীক্ষার জন্য।
মিস করবেন না: ISRO MyGov Quiz: চন্দ্রযান ৩
নিয়ে ক্যুইজ
ইসরো ও
কেন্দ্রীয় সরকার!
নগদ পুরস্কার
1 লাখ টাকা
জেতার সুযোগ
শিক্ষিত যুবসমাজের বেকারত্ব দেশের কলঙ্কের কারন। প্রত্যেক যুব দিশের অগ্রগতির বাহক। তাই আর চিন্তা না করে আসুন আমরা একে অপরের হাত ধরে এগিয়ে নিয়ে যাই সমাজ ও দেশকে।