TATA PARAS Scholarship: বছরে ২৫ হাজার টাকা স্কলারশিপ দেবে টাটা ইন্সুরেন্স! কারা পাবে?

Bengali Darpan
0

 

TATA PARAS Scholarship: বছরে ২৫ হাজার টাকা স্কলারশিপ দেবে টাটা ইন্সুরেন্স! কারা পাবে?

TATA PARAS Scholarship Application, Eligibility, Amount, Online form fill Up Last Date: বর্তমান সময়ে বহু মেধাবী ছাত্র-ছাত্রীরা পড়াশুনা করার জন্য বহু স্ট্রাগেল করে তাদের অর্থনৈতিক পরিকাঠামো এতটাই খারাপ যে অনেক সময় তারা পড়াশোনা করবার জন্য যথেষ্ট পরিমাণে বই কিনতে পারেনা অনেক ক্ষেত্রেই দেখা যায় ইন্টেলিজেন্ট হওয়া সত্বেও অনেক ছেলেমেয়েদের পয়সার অভাবে পড়াশুনো বন্ধ করে দিতে বাধ্য হয়

দরিদ্র ছেলেমেয়েদের সাহায্যের জন্য বহু সংস্থা স্কলারশিপ প্রোগ্রামের আয়োজন করে থাকে। আজকে আমরা এমনই একটি স্কলারশিপের সম্পর্কে আলোচনা করব (TATA PARAS Scholarship Programme) কি এই স্কলারশিপের সুবিধা? আবেদনের পদ্ধতি কি? এই সমস্ত বিষয়ে উত্তর পেতে আজকের প্রতিবেদন টি প্রথম থেকে শেষ পর্যন্ত পড়ুন

বিষয়বস্তু

1 TATA PARAS Scholarship Programme 2023-24 (টাটা পরশ স্কলারশিপ)

2 যোগ্যতা: কারা সুবিধা পাবে (Eligibility)

2.1 প্রয়োজনীয় ডকুমেন্টস (Document Required)

3 কিভাবে আবেদন করতে হবে? (Online Application for TATA PARAS Scholarship)

TATA PARAS Scholarship Programme 2023-24 (টাটা পরশ স্কলারশিপ)

ভারতের বহু জাগতিক গোষ্ঠীগুলির মধ্যে অন্যতম হল টাটা গোষ্ঠী। এই টাটা গোষ্ঠীর প্রতিষ্ঠাতা ছিলেন জামসেদজি টাটা। এই টাটা গোষ্ঠীর লাইফ ইন্স্যুরেন্সে কোম্পানির নাম টাটা আই লাইফ ইনসিওর (TATA AIA Life Insure) এবার দারিদ্র সীমার নিচে বসবাসকারী ছাত্র-ছাত্রীদের স্কলারশিপ প্রদান করার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে

স্কলারশিপ প্রোগ্রামের নাম হল পরশ স্কলারশিপ প্রোগ্রাম স্নাতক স্নাতকোত্তর শিক্ষার্থীরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারে। এই স্কলারশিপের মাধ্যমে স্নাতক কোর্সের শিক্ষার্থীরা বছরে ১৫ হাজার এবং স্নাতকোত্তর বা পিজি ডিপ্লোমার ছাত্রছাত্রীরা বছরে ২৫ হাজার টাকা পর্যন্ত অনুদান পেতে পারে

বাণিজ্য, অর্থনীতি, অ্যাকাউন্টিং এবং ফিন্যান্স, ব্যাংকিং এবং অন্যান্য পেশাগত ক্ষেত্রে স্নাতক, স্নাতকোত্তর বা পিজি ডিপ্লোমা কোর্সের প্রথম বর্ষে অধ্যয়নরত শিক্ষার্থীরা এই স্কলারশিপের জন্য জন্য আবেদন করতে পারে

যোগ্যতা: কারা সুবিধা পাবে (Eligibility)

এই স্কলারশীপে আবেদন করতে গেলে ছাত্র-ছাত্রীদের ভারতের নাগরিক হতে হবে। এই স্কলারশিপ প্রোগ্রামে ছেলে এবং মেয়ে উভয়ই আবেদন করতে পারে

যেসব কোর্সের শিক্ষার্থীরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে – B.Com., BBA, B.Sc., B.A., and BBI in Commerce, Economics, Accounting & Finance, Banking, Insurance, Management, Data Science, Statistics, Risk Management, and other related fields.

  • ) শিক্ষার্থীদের অবশ্যই স্নাতক, স্নাতকোত্তর বা পিজি ডিপ্লোমা কোর্সের প্রথম বর্ষে অধ্যায়নরত হতে হবে
  • ) ছাত্র-ছাত্রীদের পূর্ববর্তী সেমিস্টারে কমপক্ষে ৫০% নম্বর পেয়ে থাকতে হবে
  • ) পারিবারিক আয় লক্ষের মধ্যে হতে হবে

আরো দেখুনসীতারাম জিন্দাল স্কলারশিপ ফর্ম ফিলাপ, 60% নম্বরে আবেদন (Jindal Scholarship 2023 Apply)

প্রয়োজনীয় ডকুমেন্টস (Document Required)

এই স্কলারশিপের জন্য আবেদন করতে গেলে যে ডকুমেন্টসগুলি দিতে হবে সেগুলি হল-

) নাগরিকত্বের পরিচয় হিসেবে আধার কার্ডের কপি দিতে হবে। ) মাধ্যমিকের রেজাল্ট সার্টিফিকেটের কপি। ) উচ্চ মাধ্যমিকের রেজাল্ট সার্টিফিকেট এর কপি। ) স্নাতকের রেজাল্টের কপি। ) যারা স্নাতকোত্তর বা পিজি ডিপ্লোমা করছে তার প্রমাণপত্র হিসাবে ভর্তি পেমেন্টের রশিদ জমা দিতে হবে। ) পারিবারিক আয়ের কপি প্রয়োজন ) নিজের পাসপোর্ট সাইজের ছবি। ) নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টের প্রথম পাতার কপি

কিভাবে আবেদন করতে হবে? (Online Application for TATA PARAS Scholarship)

টাটা ইন্সুরেন্স কোম্পানির তরফ থেকে Buddy4Study সহায়তায় সম্পূর্ণ অনলাইনেই এই কলারশিপের জন্য আবেদন পত্র নেয়া হবে

) স্কলারশিপের জন্য আবেদন করতে গেলে শিক্ষার্থীদের প্রথমে নিবন্ধিত আইডি ব্যবহার করে Buddy4Study- লগইন করতে হবে

অনলাইন আবেদনের সরাসরি লিংকApply Now

) পারস স্কলারশিপ প্রোগ্রামের লিংকে প্রবেশ করে ‘Start Application’ বোতামে ক্লিক করতে হবে

) ফর্মটি যথাযথভাবে পূরণ করুন এবং প্রয়োজনীয় ডকুমেন্টস গুলি স্ক্যান করে আপলোড করুন

) টার্মস অ্যান্ড কন্ডিশনসস্বীকার করেপ্রিভিউ ক্লিক করে দেখে নিন যে আপনি ফর্মটা যথাযথভাবে পূরণ করেছেন কিনা। এবং সবশেষে সাবমিট বাটনে ক্লিক করুন

আবেদন করার সময় প্রতিটি ছাত্রছাত্রীকে নিজস্ব একটি ইমেইল আইডি অবশ্যই দিতে হবে আবেদনপত্র যদি গ্রাহ্য হয় তবে ইমেইল আইডিটিতে ওই সংস্থা থেকে একটি ইমেইল আসবে ছাড়াও এই স্কলারশিপে আবেদন করতে গেলে প্রার্থীদের নিজস্ব একটি ব্যাংক অ্যাকাউন্ট থাকা বাধ্যতামূলক স্কলারশিপের টাকা প্রার্থীদের ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে পাবে

TATA PARAS Scholarship এটি একটি প্রাইভেট স্কলারশিপ তাই যোগ্য ছাত্রছাত্রীরা আবেদন করতেই পারো। আবেদনের শেষ তারিখ জানানো হয়েছে 15 ডিসেম্বর, প্রিয় ছাত্র ছাত্রীদের কাছে এটি শেয়ার করার মাধ্যমে পৌঁছে দিন

 


একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

Please Select Embedded Mode To show the Comment System.*