WBJEE
2024 Exam Date: রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার তারিখ ২৮ এপ্রিল! ফর্ম আবেদন কবে থেকে? জানুন
WBJEE 2024 (Westbengal Joint Entrance Examination 2024):
বিভিন্ন আন্ডার গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ারিং/ফার্মেসি
কোর্সে ভর্তির জন্য পশ্চিমবঙ্গ রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষাটি জনপ্রিয়ভাবে WBJEE পরীক্ষা
নামে পরিচিত। এটি পশ্চিমবঙ্গ রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ড দ্বারা পরিচালিত হয় এবং NIC (ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টার) দ্বারা
হোস্ট করা হয়।
২০২৪ সালের প্রবেশিকা পরীক্ষার জন্য wbjeeb (Westbengal Joint Entrance
Board) ইতিমধ্যেই সমস্ত পরীক্ষা সূচিসহ বিস্তারিত নোটিশ পাবলিশ করেছে। পরীক্ষার অফিশিয়াল বিজ্ঞপ্তি সহ যাবতীয় সবকিছু আজকের প্রতিবেদনে আপনারা পাবেন এবং প্রতিবেদনের শেষে আপনারা পিডিএফও ডাউনলোড করে নেবেন।
বিষয়বস্তু
1 WNJEE 2024: পরীক্ষার খুঁটিনাটি জেনে নিন
2 WBJEE 2024: Exam
Pattern, Eligibility and Application Form Date
3 FAQ: প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্ন
3.1 WBJEE 2024 পরীক্ষার তারিখ কত?
3.2 পশ্চিমবঙ্গ জয়েন্ট পরীক্ষার মাধ্যমে কোন কোন কোর্সে ভর্তি হওয়া যায়?
3.3 WBJEE 2024 Form Fill
Up Date: কবে থেকে ছাত্রছাত্রীরা ফরম পূরণ করতে পারবে?
WNJEE 2024: পরীক্ষার খুঁটিনাটি জেনে নিন
প্রতিটি একাডেমিক সেশনের মতো, Westbengal Joint Entrance Board
2023-24 শিক্ষাবর্ষে ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, ফার্মেসি এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আর্কিটেকচারে স্নাতক কোর্সে ভর্তির জন্য প্রবেশিকা পরীক্ষা পরিচালনা করতে চলেছে। যার মাধ্যমে পশ্চিমবঙ্গ রাজ্যের সরকারি কলেজগুলির পাশাপাশি প্রাইভেট প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা প্রতিষ্ঠান -এ ছাত্রছাত্রীরা ভর্তি হতে পারবে।
WBJEE-এর তথ্য সারণী
নীচের সারণীতে আপনি সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য পাবেন –
বিষয় |
তথ্য |
পরীক্ষা |
পশ্চিমবঙ্গ
জয়েন্ট এন্ট্রান্স
প্রবেশিকা পরীক্ষা
(WNJEE 2024) |
পরিচালিত
বোর্ড |
পশ্চিমবঙ্গ
রাজ্য JEE বোর্ড (WBJEEB) |
পরীক্ষার
মান |
12th std./ উচ্চ মাধ্যমিক (বিজ্ঞান বিভাগ) |
পরীক্ষার
মোড |
অফলাইন,
OMR ভিত্তিক |
কোর্সে
ভর্তি |
ইঞ্জিনিয়ারিং
অ্যান্ড টেকনোলজি,
ফার্মেসি এবং
আর্কিটেকচার [B.E/B.Tech/B.Arch./B.Pharm] |
অফিসিয়াল
ওয়েবসাইট |
|
পরীক্ষার
তারিখ |
২৮ এপ্রিল ২০২৪, রবিবার |
রেজিস্ট্রেশনের বিভাগ |
সাধারণ
(General), TFW, SC, ST, OBC |
রেজিস্ট্রেশন
ফি |
সাধারণের
জন্য 500 টাকা এবং SC, ST, OBC এর জন্য 400 টাকা |
হেল্পডেস্ক |
1800-1023-781, 1800-3450-050
| info@wbjeeb.in |
বোর্ডের
ঠিকানা |
পশ্চিমবঙ্গ
জয়েন্ট এন্ট্রান্স
এক্সামিনেশন্স বোর্ড |
মিস করবেন না: ইঞ্জিনিয়ারিং/মেডিকেল
কোর্স সম্পুর্ণ
বিনামূল্যে (Tuition Fee Waiver Scheme)
WBJEE 2024:
Exam Pattern, Eligibility and Application Form Date
পরীক্ষায় যোগ্যতা: প্রথমত শিক্ষার্থীকে সরকার অনুমোদিত প্রতিষ্ঠানে বিজ্ঞান বিভাগ নিয়ে পড়াশোনা করতে হবে। শুধুমাত্র বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রীরা এই পরীক্ষা দেওয়ার উপযোগী। এই কোর্সে অংশগ্রহণ করার জন্য কোন শিক্ষার্থীর যোগ্যতা হিসাবে সরকার অনুমোদিত বিদ্যালয় থেকে physics, chemistry
and Mathematics প্রতিটি বিষয়ে সর্বনিম্ন ৫০% পেয়ে উচ্চমাধ্যমিক পরীক্ষা উত্তীর্ণ হতে হবে।
বয়স সীমা: WBJEE
Engineering Course বয়সের নির্দিষ্ট কোন সময় সীমা নেই ।
পরীক্ষা পদ্ধতি: WBJEE
Engineering Course এ ভর্তি হওয়ার জন্য WBJEE পরীক্ষায় নির্দিষ্ট নাম্বার পেয়ে উত্তীর্ণ হতে হয়। এই পরীক্ষায় ইংরেজি এবং বাংলা উভয়
ভাষার মাধ্যমে দেওয়া যায়। এর পরীক্ষার প্রশ্নপত্রে থাকে
physics, chemistry and Mathematics বিষয়
সহযোগে পরীক্ষা হয়।
পশ্চিমবঙ্গ রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষাটি, Westbengal Joint Entrance Examination-
এই সাধারণ প্রবেশিকা পরীক্ষা OMR ভিত্তিক,
অফলাইনে পরীক্ষার কেন্দ্রে গিয়ে দিতে হয়৷ অফলাইনের মাধ্যমে 4 ঘণ্টায় OMR এর সহযোগে মোট 200 নাম্বারের পরীক্ষা হয়ে থাকে। এই পরীক্ষা
দুটো শিফটে হয় প্রথম shift-এ Mathematics 100 নাম্বার ও দ্বিতীয় shift-এ Physics and Chemistry (50+50)= 100 নাম্বারের হয়।
অফিসিয়াল বিজ্ঞপ্তি লিংক
“WBJEE-2024
for admission in Engineering, Technology, Pharmacy and Architecture courses of
different Universities and Colleges in West Bengal will be held on April 28,
2024 (Sunday).“
Press Release: WBJEE 2024 – Click
Here
আরো পড়ুন: ডাক্তার হতে
NEET পরীক্ষায় পাশ
করতে হবে!
কি যোগ্যতা
লাগে, প্রস্তুতি
কিভাবে জেনে
নিন
FAQ: প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্ন
WBJEE 2024 পরীক্ষার তারিখ কত?
২৮শে এপ্রিল, ২০২৪ রবিবার রাজ্য পরীক্ষার দিন ঘোষণা করেছে বোর্ড। বিস্তারিত বিবরণের জন্য ছাত্র-ছাত্রীদের বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করার পরামর্শ দেয়া হচ্ছে।
পশ্চিমবঙ্গ জয়েন্ট পরীক্ষার মাধ্যমে কোন কোন কোর্সে ভর্তি হওয়া যায়?
পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র-ছাত্রীরা ইঞ্জিনিয়ারিং, আর্কিটেকচার এবং ফার্মাসির মতো প্রফেশনাল শাখায় গ্রাজুয়েশন ভর্তি হতে পারবে।
WBJEE 2024 Form Fill Up Date: কবে থেকে ছাত্রছাত্রীরা ফরম পূরণ করতে পারবে?
সম্পূর্ণ বিস্তারিত বিবরণ এখনো পর্যন্ত ভোট পাবলিশ করেনি এই নিয়ে ছাত্রছাত্রীদের অপেক্ষা করতে নির্দেশ দেয়া হয়েছে সমর্থক কিছু পোর্টালে জানিয়ে দেওয়া হবে সময় মতো।