ডাক্তার হতে NEET পরীক্ষায় পাশ করতে হবে! কি যোগ্যতা লাগে, প্রস্তুতি কিভাবে জেনে নিন

Bengali Darpan
0


 

ডাক্তার হতে NEET পরীক্ষায় পাশ করতে হবে! কি যোগ্যতা লাগে, প্রস্তুতি কিভাবে জেনে নিন

NEET Exam 2024: বহু শিক্ষার্থীর ছোটবেলা থেকেই স্বপ্ন থাকে সে ডাক্তার হবে, ডাক্তার হয়ে মানুষের সেবা করবে সাদা কোট পরিধান করে অটুট সংকল্প নিয়ে এই ডাক্তাররা লক্ষ লক্ষ মানুষের চিকিৎসা করে সমগ্র জাতির মঙ্গলের জন্য এক অদম্য প্রতিশ্রুতিও দাবি করে আর আমাদের ভারতবর্ষে ডাক্তার হতে হলে সবাইকে NEET নামক এক কঠোর পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়

NEET শুধুমাত্র একটি পরীক্ষা নয়; এটি সকলের ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণের পথে একটি গুরুত্বপূর্ণ ধাপ, যা স্বাস্থ্যসেবায় ভবিষ্যত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই NEET পরীক্ষায় পাস করলে তবে শিক্ষার্থীরা নিজেদের পছন্দ সবাই কলেজ বেছে নিয়ে MBBS কোর্সের জন্য ভর্তি হতে পারে

তবে অনেক শিক্ষার্থীই আছে যারা ডাক্তার তো হতে চায়, কিন্তু শুরু থেকে এই NEET পরীক্ষা সম্পর্কে জানেনা। ফলস্বরূপ পরবর্তীতে এসে তাদের অনেক বিভ্রান্তের সম্মুখীন হতে হয়। মূলত সেই সমস্ত শিক্ষার্থীদের জন্যই আজকের এই আর্টিকেল তুলে ধরা হলো। NEET পরীক্ষা দিতে হলে যোগ্যতা কি লাগে, বয়স কত দরকার, কিভাবে আবেদন করতে হয়, কখন আবেদন শুরু হয়, কে পরিচালনা করে এই NEET পরীক্ষা ইত্যাদি যাবতীয় তথ্য জানতে শেষ পর্যন্ত পড়ুন

বিষয়বস্তু

1 NEET পরীক্ষা কি (মেডিকেল এন্ট্রান্স টেস্ট)

1.1 NEET পরীক্ষার যোগ্যতা

2 NEET পরীক্ষায় আবেদন পদ্ধতি

NEET পরীক্ষা কি (মেডিকেল এন্ট্রান্স টেস্ট)

NEET পরীক্ষার সম্পুর্ন নাম হলো National Eligibility Entrance Test সারা ভারতে স্নাতক MBBS এবং BDS কোর্সে ভর্তির জন্য ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA) দ্বারা পরিচালিত এই প্রতিযোগিতামূলক পরীক্ষা নেওয়া হয়ে থাকে

প্রতি বছর, 20 লক্ষেরও বেশি সংখ্যক শিক্ষার্থী চিকিৎসা বিজ্ঞানে ক্যারিয়ার গড়তে এই NEET পরীক্ষার জন্য আবেদন করে থাকে। তবে বেশ কিছুসংখ্যক শিক্ষার্থী এই পরীক্ষায় নির্দিষ্ট নম্বর পেয়ে MBBS BDS কোর্সের জন্য উত্তীর্ণ হতে পারে

NEET পরীক্ষার যোগ্যতা

শিক্ষাগত যোগ্যতাএই পরীক্ষা দিতে হলে আগ্রহী প্রার্থীদের যেকোনো স্বীকৃত বোর্ড থেকে পদার্থবিদ্যা, রসায়ন, জীববিজ্ঞান/বায়োটেকনোলজি, এবং ইংরেজি মূল বিষয় হিসেবে নিয়ে উচ্চ মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষা পাশ করে থাকতে হবে

বয়সরাজ্য কোটা আসন এবং সর্বভারতীয় কোটা আসনের জন্য, NEET পরীক্ষায় আবেদন করার জন্য প্রার্থীদের ন্যূনতম বয়স হল 17 বছর আগে, বয়সের ঊর্ধ্ব সীমার জন্য একটি ধারা ছিল 25 বছর এবং OBC, SC এবং ST প্রার্থীদের জন্য 5 বছর ছাড় দেওয়া হত যাইহোক, বর্তমানে 25 বছরের বেশি বয়সী শিক্ষার্থীরাও NEET পরীক্ষায় বসতে পারবে

নাগরিকত্বপ্রার্থীদের অবশ্যই ভারতীয় নাগরিক, অনাবাসিক ভারতীয় (NRI), ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তি (PIO), ওভারসিজ সিটিজেনস অফ ইন্ডিয়া (OCI) বা বিদেশী নাগরিক হতে হবে

NEET পরীক্ষায় আবেদন পদ্ধতি

  • প্রথমে NTA এর অফিসিয়াল NEET ওয়েবসাইটে যেতে হবে
  • অফিসিয়াল ওয়েবসাইটে নিজের একটি বৈধ ইমেইল আইডি এবং মোবাইল নম্বর ব্যবহার করে রেজিস্ট্রেশন করে নিতে হবে
  • এরপরে নিজের সম্বন্ধে সমস্ত গুরুত্বপূর্ণ বিবরণ, শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য সহ আবেদনপত্রটি ভালোকরে পূরণ করতে হবে
  • সাথে সাথে নিজের ছবি, স্বাক্ষর, দশ আঙুলের ছাপ এবং অন্যান্য প্রয়োজনীয় নথির স্ক্যান কপি আপলোড করতে হবে
  • ক্যাটাগরি অনুযায়ী অনলাইন পেমেন্ট পদ্ধতির মাধ্যমে আবেদন ফি জমা দিতে হবে
  • সবশেষে আবেদনটি আরও একবার পর্যালোচনা করে জমা করতে হবে

ভবিষ্যতের জন্য আপনার আবেদন নম্বর এবং লগইন শংসাপত্রের একটি রেকর্ড রেখে নিবেন। NEET কর্তৃপক্ষের যেকোনো পরিবর্তন বা ঘোষণা সম্পর্কে আপডেট থাকতে প্রতিনিয়ত অফিশিয়াল ওয়েবসাইট ভিজিট করুন

কোনো সমস্যা বা প্রশ্নের ক্ষেত্রে NEET হেল্পলাইন বা সহায়তার সাথে যোগাযোগ করতে পারেন। আপনার আবেদন সফলভাবে জমা হয়ে গেলে পরীক্ষার জন্য ভালোভাবে প্রস্তুতি নিন

 

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

Please Select Embedded Mode To show the Comment System.*