ফ্যাশন ব্র্যান্ড গুচিতে চাকরি
কলকাতা-সহ ভারতের বিভিন্ন শহরে নানা বিভাগে লোক নেয় ইটালি-ভিত্তিক ফ্যাশন ব্র্যান্ড ‘গুচি’। বিশ্বখ্যাত কেরিং গোষ্ঠীর একটি ডিভিশন গুচি। অভিজ্ঞ পেশাদারদের সঙ্গে ইন্টার্ন বা ট্রেনি পদেও যোগ দেওয়ার সুযোগ রয়েছে এই সংস্থায়। এখনই মুম্বইয়ে হিউম্যান রিসোর্সেস ইন্টার্ন, পাবলিক রিলেশনস ইন্টার্ন, রিটেল ইন্টার্ন, ক্লায়েন্ট অ্যাডভাইজর নিয়োগের প্রক্রিয়া চলছে। সময়ে সময়ে কলকাতা কার্যালয়ে লোক নেওয়া হয়।
শূন্যপদ সম্পর্কে বিশদ তথ্য পাবেন এই ওয়েবসাইটে:
https://
careers.gucci.com
ওয়েবসাইটের 'জবস ইন দি হাউস'-এ ক্লিক করবেন।
বিশ্বের কোন কোন শহরে গুচির শূন্যপদ রয়েছে তার তালিকা পাবেন 'কান্ট্রি/রিজিয়ন'-এর ঘরে ক্লিক করে ইন্ডিয়া' লিখলে এ দেশের কোন কোন শহরে শূন্যপদ রয়েছে এবং পদ অনুসারে যোগ্যতা সম্পর্কে বিশদ তথ্য পাবেন।