রামকৃষ্ণ মিশন শিল্পমন্দির কম্পিউটার সেন্টারে
কেন্দ্রীয় সরকার স্বীকৃত একাধিক কর্মমুখী কোর্স
ন্যাশনাল ইনস্টিটিউট অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি (NIELIT) দ্বারা স্বীকৃত প্রথিতযশা শিক্ষাপ্রতিষ্ঠান রামকৃষ্ণ মিশন শিল্পমন্দির কম্পিউটার সেন্টার, বেলুড় মঠ, হাওড়া একাধিক কর্মমুখী কোর্সে ছাত্রীদের ভর্তি নিচ্ছে।
কোর্সগুলি হল-
(১) সার্টিফিকেট ইন ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং অ্যান্ড ই-ট্যাক্সেশন অ্যান্ড পে-রোল: মেয়াদ ৬ মাস + ৩ মাস + ৩ মাস।
যোগ্যতা- উচ্চমাধ্যমিক।
(২) সার্টিফিকেট ইন অফিস অটোমেশন: মেয়াদ ৬ মাস। যোগ্যতা- মাধ্যমিক ।
(৩) সার্টিফিকেট ইন স্পোকেন ইংলিশ: মেয়াদ- ৪ মাস। যোগ্যতা-মাধ্যমিক।
(৪) সার্টিফিকেট ইন বেসিক মাল্টিমিডিয়া : মেয়াদ ৬ মাস। যোগ্যতা-মাধ্যমিক।
উল্লিখিত কোর্সগুলিতে কেবলমাত্র ছাত্রীরাই আবেদনের যোগ্য।
যোগাযোগের ঠিকানা-
কোন্নগর কানাইপুর নোয়াপাড়া গার্লস ক্যাম্পাস, | নোয়াপাড়া, কানাইপুর, উত্তরপাড়া, হুগলী- ৭১২২৩৪। মোবাইল- ১৮৭৪৭৭১৫৯১। আরও বিস্তারিত জানতে দেখুন ওয়েবসাইট www.rkmscc.org