Short question Answer

Bengali Darpan
0

প্রশ্ন : ভারতে নৌ-বিদ্ৰোহ কৰে হয় ?

উত্তর : ১৯৪৬ খ্রিস্টাব্দের ১৮ ফেব্রুয়ারি।

প্রশ্ন : তেভাগা আন্দোলন করে সংঘটিত হয় ?

উত্তর : ১৯৪৬ খ্রিস্টাব্দে, সেপ্টেম্বর মাসে

প্রশ্ন : তেভাগা আন্দোলনের চালিকা শক্তি হিসেবে করা কাজ করেছিল? 

উত্তর : বঙ্গীয় প্রাদেশিক কৃষকসভা ও কমিউনিস্ট পার্টি।

প্রশ্ন : Peasant Moments of India গ্রন্থটি কার লেখা। 

উত্তর : সুনীল সেন।

প্রশ্ন : তেলেঙ্গানা কৃষক আন্দোলনের প্রধান কমিউনিস্ট নেতা কে ছিলেন? 

উত্তর : পি. সুন্দারাইয়া।

প্রশ্ন : নিজাম সরকার ও ভারতীয় কংগ্রেস সরকারের মধ্যে কবে চুক্তি হয়? 

উত্তর : ১৯৪৭ খ্রিস্টাব্দে নভেম্বর মাসে।

প্রশ্ন : কবে তেলেঙ্গানা কৃষক আন্দোলন প্রত্যাহার করা হয় ?

উত্তর : ১৯৬১ খ্রিস্টাব্দে।

প্রশ্ন : ১৯৪৭ সালের ১৮ জুলাই-এর ভারতীয় স্বাধীনতা আইনের ফল কী হয়েছিল ? উত্তর : এই আইন অনুযায়ী ব্রিটিশ সরকার ভারতীয়দের হাতে ক্ষমতা হস্তান্তর করেন। ভারত বিভক্ত হয় ভারত ও পাকিস্তান দুটি স্বাধীন রাষ্ট্রের সৃষ্টি হয়।

প্রশ্ন : ক্রিপস মিশনের প্রতিশ্রুতি কীরূপ ছিল ?

উত্তর : ক্রিপস মিশান ভারতে এসে প্রতিশ্রুতি দেয় যে যুদ্ধের পর ভারতকে আত্ম নিয়ন্ত্রণের অধিকার দেওয়া হবে।

প্রশ্ন : ওয়াভেল পরিকল্পনা কী?

উত্তর : লর্ড ওয়াভেল ব্রিটিশ মন্ত্রীসভার সঙ্গে আলাপ আলোচনা করে একটি পরিকল্পনার কথা ঘোষণা করেন। যা ওয়াভেল পরিকল্পনা নামে পরিচিত।

প্রশ্ন : সিমলা বৈঠকের উদ্দেশ্য কী ছিল ?

উত্তর : ব্রিটিশ ভাইসরয় ও কমান্ডার-ইন-চিফ ছাড়া পুরোপুরি ভারতীয় কার্যনির্বাহী পরিষদ গঠন সম্বন্ধে আলোচনা।

প্রশ্ন : ক্যাবিনেট মিশনের সদস্য কারা?

উত্তর : পেথিক লরেন্স, স্ট্যাফোর্ড ক্রিপস এবং এ.ভি. আলেকজান্ডার।

প্রশ্ন : নৌ-বিদ্রোহের প্রধান কারণগুলি কী?

উত্তর : নিম্নমানের খাবার পরিবেশন, বৈষম্যমূলক আচরণ, উচ্চপদস্থ ব্রিটিশ অফিসারদের দুব্যবহার, শেতাঙ্গ ও ভারতীয় নাবিকদের বেতনের অসমতা ইত্যাদি।

প্রশ্ন : তেভাগা আন্দোলনের কারণ কী ছিল ?

উত্তর : বর্গাদাররা তাদের উৎপন্ন ফসলের তিনভাগের দুইভাগ আদায় করার জন্য জমিদার ও জোতদারদের বিরুদ্ধে এই আন্দোলন করে।

প্রশ্ন : তেলেঙ্গানা কৃষক আন্দোলনের মূল কেন্দ্রগুলি কী কী?

 উত্তর : ওয়ারঙ্গল, নালগোন্ডা, খাম্মাম জেলা।

প্রশ্ন : অন্ধ মহাসভা কেন গঠন করা হয় ?

উত্তর : তেলেঙ্গানা অঞ্চলের কৃষকদের সংগঠিত করার উদ্দেশ্যে কমিউনিস্ট পার্টি অস্ত্র মহাসভা গঠন করে।

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

Please Select Embedded Mode To show the Comment System.*