আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI) কোর্স করাচ্ছে IIT খড়গপুর! সঙ্গে সার্টিফিকেট সুবিধা
IIT Kharagpur is Starting Artificial Intelligence (AI) course
with Certificate.
Artificial intelligence-এর প্রতি মানুষের উৎসাহ দিন দিন বাড়ছে। AI এর অত্যাধুনিক টেকনোলজির মাধ্যমে মানুষের যাবতীয় কাজে অনেক সুবিধা হয়েছে। শিক্ষা, কর্মক্ষেত্রে এবং নিউজ চ্যানেল সর্বত্রই সময়ের সাথে পাল্লা দিয়ে বৃদ্ধি পাচ্ছে AI এর ব্যবহার।
সেটা Chat-জিপিটির ব্যবহার হোক, কিংবা দৈনন্দিন ক্ষেত্রে ইনফরমেশন টেকনোলজির কাজ – সব ক্ষেত্রেই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর গুরুত্ব বাড়ছে সেটা আমরা সবাই জানি।
সেই নিরিখে, দেশের অন্যতম সেরা প্রযুক্তি
প্রতিষ্ঠান IIT খড়গপুর AI
সংক্রান্ত নতুন কোর্স চালু করেছে, যেখানে ইচ্ছুক পড়ুয়ারা এবং চাকুরিজীবী সকলেই এই কোর্সটি করতে পারবে। সম্পূর্ণ কোর্সটি বাড়ি থেকেই অনলাইনে করতে পারবেন। AI-নিয়ে পড়ার পাশাপাশি রিসার্চ এবং প্রজেক্ট শেখানো হবে। সবথেকে খুশির খবর, কোর্স শেষে সার্টিফিকেটেরও সুবিধা থাকছে।
কিভাবে আবেদন করবেন, সঙ্গে কোর্সের যাবতীয় তথ্য জানতে প্রতিবেদনটি সম্পূর্ণ পরুন।
বিষয়বস্তু
1 IIT
খড়গপুর AI কোর্স সংক্রান্ত যাবতীয় তথ্য
IIT খড়গপুর AI কোর্স সংক্রান্ত যাবতীয় তথ্য
যোগ্যতা |
কোনো
স্বীকৃত প্রতিষ্ঠান
থেকে স্নাতক
অথবা স্নাতকোত্তর
ডিগ্রী লাভ
করে থাকা
হতে হবে। |
মোট আসন সংখ্যা |
২৫ হাজার |
কোর্সের সময়সীমা |
তিন মাস |
কোর্সের ধরন |
অনলাইন
ক্লাসের মাধ্যমে
শিক্ষার্থীরা পড়াশুনা
করবে, পড়ুয়াদের জন্য
theory এর পাশাপাশি
Practical ক্লাসের ব্যবস্থা
থাকবে। |
যেসব পড়ুয়ারা ভবিষ্যতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স/মেশিন লার্নিং (Machine Learning) Engineering নিয়ে ক্যারিয়ার গড়ার জন্য প্রস্তুত হতে চাইছে এবং Programming জানা আছে, তারা এই কোর্সের জন্য আবেদন করতে পারবে।
AI কোর্সটির সুবিধা কি কি?
IIT Kharagpur AI4ICPS Certificate Programme, Hands-on AI for
real-world applications: মোট 100 ঘণ্টার ক্লাস করানো হবে এই কোর্সটিতে। প্রফেসর হিসেবে নিযুক্ত থাকবেন IIT খড়গপুরের Electronics, Mathematics, Electrical এবং Computer Science বিভাগের অভিজ্ঞ প্রফেসররা।
- কোর্সটি শেষ হওয়ার পর প্রথম সারির 1% পড়ুয়ারা সার্টিফিকেট পাবে স্বীকৃতি হিসেবে। যেটি পরবর্তী ক্ষেত্রে চাকরির ক্ষেত্রে অনেকটাই সুবিধা হবে।
- Python, Jupyter, Bumpy, Keras,
Pandas সহ পপুলার প্রোগ্রামিং কোডিং টুলস গুলিতে পারদর্শী হবে।
এই কোর্স শেখার ফলে ছাত্রছাত্রীরা AI এর যাবতীয় Mathematical Fundaments, Al এবং ML এর ব্যবহার এবং প্রোগ্রামিং, AI এর উদ্ভাবনী টেকনোলজিক্যাল ইনভেনশন সম্পর্কে জ্ঞান অর্জন করবে।
এই কোর্সের মাধ্যমে ছাত্রছাত্রীরা ভবিষ্যতে Deep
learning Engineer, AI Engineer, AI Architect, Machine Learning Engineer, Data Scientist
সহ বিশেষ বিশেষ টেকনোলজি ফিল্ডে নিজেদের ভবিষ্যৎ নিশ্চিত করতে পারবে।
কিভাবে অনলাইনে আবেদন করবেন?
আপাতত শুধুমাত্র অনলাইনেই আবেদন করতে পারবে পড়ুয়ারা। তার জন্য, সবার প্রথমে পড়ুয়াদের ai4icps.in-এর ওয়েবসাইট ওপেন করতে হবে। সেখান থেকে TCS-ion-রেজিস্ট্রেশন পেজে যেতে হবে।
রেজিস্ট্রেশন লিংক: IIT
Kharagpur AI4ICPS Certificate Programme ↗
রেজিস্ট্রেশন
প্রসেস সম্পন্ন করতে হবে। এরপর নিজদের প্রয়োজনীয় সমস্ত ডকুমেন্টস আপলোড করতে হবে। তারপর আবেদন মূল্য প্রেরণ করতে হবে। তাহলেই সম্পূর্ণ অ্যাডমিশন প্রসেস সম্পন্ন হয়ে যাবে।
কোর্সের অ্যাপ্লিকেশন ফি: কোর্স ফি হচ্ছে এককালীন 4998 টাকা।