বিনামূল্যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI) ট্রেনিং দেবে সরকার, থাকছে সার্টিফিকেট!!
আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা
AI নতুন বর্তমান সময়ে একটা গুরুত্বপূর্ণ প্রযুক্তি।
সেটা কম্পিউটার বিজ্ঞান থেকে শুরু করে ব্যবসা, টেকনোলজি সব জায়গাতেই সহজতর করছে এই কৃত্রিম বুদ্ধিমত্তা।
তাই ছাত্র-ছাত্রীদেরও এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর ব্যাপারে পর্যাপ্ত তথ্য এবং স্কিল থাকা জরুরী। কিন্তু সবাই তো আর কম্পিউটার সায়েন্স বা উচ্চ শিক্ষা নিয়ে পড়তে সুযোগ পাই না। সে কথা মাথায় রেখে সরকার, আই.আই.টি মাদ্রাজ (IIT-M) ও আই.আই.এম আমেদাবাদ (IIM-A) এবং স্কিল ইন্ডিয়া সহযোগিতায় সাধারণ ছাত্র ছাত্রীদেরও এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে ট্রেনিং দেওয়ার কথা জানিয়েছে।
এর পাশাপাশি ট্রেনিং শেষ হলে ছাত্রছাত্রীদের সার্টিফিকেটও দেওয়া হবে। যেটা পরবর্তী ক্ষেত্রে তাদের চাকরির ক্ষেত্রে অনেকটাই সাহায্যকারী হবে।
ট্রেনিং আপনারা নিজেদের মোবাইল ফোনে নিতে পারবেন, এই ট্রেনিং সম্পূর্ণ অনলাইনে বিনামূল্যে ছাত্রছাত্রীদের দেওয়া হবে। তবে ছাত্র-ছাত্রী ছাড়া অন্য যেকোনো ব্যক্তি বা Working
Professional -এর জন্য আবেদন করতে পারে। ট্রেনিং-এ কি কি থাকছে? কবে হবে কিভাবে আবেদন করবেন? – তুলে ধরা হলো আজকের পোস্টে, তাই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
বিষয়বস্তু
1 AI
for India (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স) Free ট্রেনিং
1.1 AIforIndia
ট্রেনিং-এর বিশেষত্ব
2 Skill
India আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ট্রেনিং আবেদন পদ্ধতি (Registration Process)
AI for India (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স) Free ট্রেনিং
এই ট্রেনিংটি দেওয়া হবে গুভি (GUVI) নামে একটি পোর্টালে।
GUVI হল একটি IIT-M & IIM-A ইনকিউবেটেড এড-টেক যা বিশ্বমানের মানের অনলাইন শিক্ষা, আপস্কিলিং এবং নিয়োগের সুযোগ থেকে সরাসরি তার শিক্ষার্থীদের জন্য ব্যক্তিগত শিক্ষার সমাধান প্রদান করে, এবং মাতৃভাষাতেই প্রযুক্তিগত দক্ষতা প্রদান করুন।
ভারতের দক্ষতা উন্নয়ন ও উদ্যোক্তা মন্ত্রকের
(Ministry of Skill Development & Entrepreneurship) সহযোগিতায়
GUVI দ্বারা ছাত্র-ছাত্রীদের প্রযুক্তিগত দক্ষতা
আপগ্রেড করার জন্য একটি বিশেষ এক-দিনের ভার্চুয়াল কারিগরি উন্নয়ন ইভেন্ট চালু করা হয়েছে।
#AIforIndia-এই প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা 15 আগস্ট 2023-এ গ্র্যান্ড 1-দিনের ভার্চুয়াল ইভেন্টে অংশগ্রহণে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রিমিয়াম কোর্সে বিনামূল্যে অ্যাক্সেস পাবেন।
AIforIndia ট্রেনিং-এর বিশেষত্ব
- এই ট্রেনিং যে কোন ছাত্র-ছাত্রী থেকে শুরু করে ওয়ার্কিং প্রফেশনাল নিতে পারবেন!
- সম্পূর্ণ বিনামূল্যে ট্রেনিং দেওয়া হবে এবং ট্রেনিং শেষে ছাত্রছাত্রীরা সার্টিফিকেট হবে।
- ট্রেনিংয়ের ভিডিও আপনারা সম্পূর্ণ নিজেদের মোবাইল থেকেই দেখতে পারবেন।
- ট্রেনিং এর শেষে সেরা পড়ুয়াদের
Internship এরও ব্যবস্থা থাকবে।
- ট্রেনিংটি ইংরেজির পাশাপাশি হিন্দি এবং অন্যান্য মাতৃভাষাতে উপলব্ধ থাকবে।
আরও পড়ুন » কেন্দ্রের
নতুন স্কলারশিপ!
পড়ুয়াদের ৯০০০
টাকা দেবে
সরকার, তাড়াতাড়ি
আবেদন করুন
Skill India আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ট্রেনিং আবেদন পদ্ধতি (Registration Process)
আপনারা নিজেদের মোবাইলের মাধ্যমে অনলাইনে এই ট্রেনিং প্রোগ্রামের জন্য রেজিস্ট্রেশন করতে পারবেন।
আবেদনের সরাসরি লিঙ্ক আপনারা নিচে পেয়ে যাবেন।
1.
প্রথমে আপনাদের লিংকে ক্লিক করে #AIforIndia 2.0 -পেজে
যেতে হবে।
2.
সেখানে নাম, ইমেল আইডি, আপনি স্টুডেন্ট না
কাজ করেন এবং কোন ভাষাতে ট্রেনিং করতে চান সেগুলি পূরণ করতে হবে।
3.
তারপর আপনার ইমেইলে এবং মোবাইল নম্বরে SMS-এর
মাধ্যমে ট্রেনিং লিংকসহ যাবতীয় বিবরণ চলে যাবে। (Email/Gmail সঠিক পূরণ
করবেন, Certificate-ইমেইলে পাঠানো
হবে।)
** রাজ্যের
পড়ুয়াদের বিনামূল্য
ট্রেনিং দেবে
সরকার! জেনে
নিন, কিভাবে
করবেন আবেদন?
গুরুত্বপূর্ণ তারিখ
এই ট্রেনিং টি হবে ১৫-ই আগস্ট স্বাধীনতা দিবসের দিন, ভার্চুয়াল মাধ্যমে অনলাইন। আবেদনের শেষ তারিখ ১৪-ই আগস্ট।