রাজ্যের পড়ুয়াদের বিনামূল্য ট্রেনিং দেবে সরকার! জেনে নিন, কিভাবে করবেন আবেদন?

Bengali Darpan
0

 

রাজ্যের পড়ুয়াদের বিনামূল্য ট্রেনিং দেবে সরকার! জেনে নিন, কিভাবে করবেন আবেদন?

বর্তমান সময়ে দাঁড়িয়ে চাকরি পাওয়া খুব কঠিন হয়ে দাঁড়িয়েছে এখন আর শুধুমাত্র ডিগ্রি বা ডিপ্লোমা থাকলেই হয় না পাশাপাশি জানতে হয় নতুন স্কিল এই স্কিল চাকরি পেতে অনেকটা সাহায্য করে তাই এখন পড়াশোনার পাশাপাশি বিভিন্ন ধরনের কারিগরি শিক্ষা গ্রহণ করছে ছাত্র-ছাত্রীরা

অনেকেই চাইছেন এমন কিছু শিখতে যার মাধ্যমে ক্যারিয়ার গড়ে তোলা যাবে। আজ এমনই একটি সরকারি প্রশিক্ষণ সম্বন্ধে তথ্য নিয়ে এসেছি আমরা

অনেকেই হয়ত ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন সম্পর্কে শুনে থাকবেন। এর মাধ্যমে ফ্যাক্টরি সহ অন্যান্য উৎপাদন ইউনিটগুলিতে বিভিন্ন সরঞ্জাম ব্যবহার করার জন্য শিক্ষা দেওয়া হয়

বিগত কয়েক দশক ধরে শিল্পের ক্রমাগত উন্নতির কারণে ইন্ডাস্ট্রিয়াল অটোমেশনের চাহিদা উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছে। আর আগামী সময়ে এর চাহিদা আরও কিছুটা বৃদ্ধি পাবে। আপনারা যদি চান নিজেদের ভবিষ্যৎ সুদৃঢ় করতে, তাহলে এই ট্রেনিংটি নিতেই পারেন

বিষয়বস্তু

1 কি এই ট্রেনিং? কিভাবেই বা আবেদন করবেন ?

1.1 আবেদনের যোগ্যতা

2 প্রশিক্ষণের জন্য আবেদন প্রক্রিয়া (Online Application)

কি এই ট্রেনিং? কিভাবেই বা আবেদন করবেন ?

পশ্চিমবঙ্গ তপশিলি জাতি, তপশিলি উপজাতি, অন্যান্য অনগ্রসর শ্রেণী উন্নয়ন বিভাগের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। যার মাধ্যমে পশ্চিমবঙ্গের ছাত্র ছাত্রীদের বিনামূল্যে শিল্প প্রশিক্ষণের কথা জানানো হয়েছে। এই সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক

প্রশিক্ষণের নাম

এডভান্সড ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন

দপ্তর

West Bengal SC ST & OBC Development and Finance Corporation (Skill Development)

বয়স সীমা

আবেদনকারীর বয়স হতে হবে ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে

আসন সংখ্যা

প্রশিক্ষণের ক্ষেত্রে আসন সংখ্যা সীমিত, মাত্র ২০০ টি আসন রয়েছে

বার্ষিক আয়

পরিবারের বার্ষিক আয় লক্ষ টাকার মধ্যে হতে হবে

আবেদনের যোগ্যতা

এই অ্যাডভান্স ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন প্রশিক্ষণে আবেদনের জন্য কয়েকটি যোগ্যতা রয়েছে-

  • . আবেদনকারীর পশ্চিমবঙ্গের কোন স্বীকৃত কলেজ বা ইউনিভার্সিটি থেকে ইঞ্জিনিয়ারিং- ডিগ্রী অথবা ডিপ্লোমা থাকতে হবে
  • . আবেদনকারীর ২০১৯-২০ শিক্ষাবর্ষের আগে যদি ডিগ্রী অথবা ডিপ্লোমা থেকে থাকে, তাহলে সে আবেদন করতে পারবে না
  • . আবেদনকারী কে তপশিলি জাতি অথবা তপশিলি উপজাতির হতে হবে
  • . ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইন্সট্রুমেশন ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রী অথবা ডিপ্লোমা থাকতে হবে

অবশ্যই পড়ুন » পশ্চিমবঙ্গ সরকারের নতুন প্রকল্প! প্রত্যেক পড়ুয়া পাবে ৩০ হাজার টাকা

প্রশিক্ষণের জন্য আবেদন প্রক্রিয়া (Online Application)

আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। তার জন্য www.wbbcdev.gov.in  লগইন করতে হবে। সেখানে সঠিকভাবে তথ্য পূরণ করে আবেদন করতে পারবেন

প্রশিক্ষণ কেন্দ্র :-
FE-68, Sector III, Salt Lake, Kolkata – 700 106

আরো পড়ুন, পশ্চিমবঙ্গ সরকারের ইন্টার্নশিপ প্রকল্প, মাসে 5000 টাকা

খরচ :-
এই প্রশিক্ষণটি সম্পূর্ণ বিনামূল্যে (Free of Cost Trainings) আপনারা পেয়ে যাবেন

ইন্টারন্যাশনাল ইনস্টিটিউ অফ এডভান্স ট্রেনিং অন কন্ট্রোল এন্ড অটোমেশন ইনস্টিটিউটের মাধ্যমে এই প্রশিক্ষণ দেওয়া হবে। এই সম্বন্ধে আরও বিস্তারিত জানতে 9830773839 হেল্পলাইন নম্বরে ফোন করতে পারেন

 


একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

Please Select Embedded Mode To show the Comment System.*