উচ্চমাধ্যমিক ছাত্রছাত্রীরা ট্যাবের ১০ হাজার টাকা কবে পাবে? (Tab er
taka kobe debe 2023)
পশ্চিমবঙ্গ
সরকারের পক্ষ থেকে পশ্চিমবঙ্গের উচ্চমাধ্যমিক
শিক্ষার্থীদের জন্য
ট্যাব প্রদানের পরিকল্পনা চালু করা হয়েছে লকডাউন থেকে “তরুণের স্বপ্ন প্রকল্পের”
মাধ্যমে। এই পদক্ষেপের মাধ্যমে উচ্চশিক্ষার জন্য
প্রয়োজনীয় ডিজিটাল
মাধ্যমের সাথে ছাত্রছাত্রীরা যাতে
সহজেই নিজেদের পড়াশোনা করতে পারে।
একাদশ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীতে উত্তীর্ণ হওয়ার ছাত্রছাত্রীদের জন্য Tab কেনার ১০ হাজার টাকা সরাসরি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হয়।
২০২৩ শিক্ষাবর্ষের জন্য কবে দেওয়া হবে এই ট্যাব কেনার টাকা, শিক্ষা দপ্তর থেকে কি আপডেট আছে ? – সমস্ত কিছু আজকের পোস্টে জানতে পারবেন।
উচ্চমাধ্যমিক ছাত্র- ছাত্রীরা পাবে ১০ হাজার টাকা (Taruner
Swapno Tablet Scheme 2023)
চলতি বছরে ২০২৪-এ ২৬ ফেব্রুয়ারি থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু করার কথা জানানো হয়েছে। যেহেতু পরীক্ষায় এগিয়ে এসেছে তাই পরীক্ষার প্রস্তুতিও ছাত্রছাত্রীদের জোর কদমে আগে থেকেই শুরু করতে হবে। সে ক্ষেত্রে ডিজিটাল মাধ্যমে পড়াশোনার জন্য এই ট্যাবের ১০ হাজার টাকা অনেকটাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
তাই ট্যাব কেনার টাকা (Rs-10000) যত তাড়াতাড়ি ছাত্রছাত্রীরা হাতে পাবে, ততই তাদের জন্য ভালো।
আগের বছরগুলিতে সাধারণত টেস্ট পরীক্ষার পরে ছাত্রছাত্রীরা ট্যাবের টাকা পেয়েছে। তাই অধিকাংশ শিক্ষা মহলেই কথা উঠছে যে তাহলে তো
ট্যাবের টাকা কোন কাজেই আসলো না। সুতরাং এই বছরও কি ট্যাবের টাকা পেতে দেরি হবে?
** ট্যাবের টাকা নিয়ে আপডেট (নিজে
ক্লিক করে পড়ে নিন)
ট্যাবের
টাকা নিয়ে
নতুন আপডেট!
শিক্ষক দিবসের
দিন পড়ুয়াদের
সুখবর দেবেন
মুখ্যমন্ত্রী
কিন্তু শিক্ষাদপ্তর (Banglar Shiksha) থেকে যেটা জানা যাচ্ছে, আগস্ট মাস থেকে স্কুলগুলিকে ছাত্র-ছাত্রীদের ব্যাংক অ্যাকাউন্ট ও যাবতীয় তথ্য ইতি মধ্যেই জমা নিতে বলা হবে এবং চলতি বছরে পূজোর ছুটিতে অর্থাৎ সেপ্টেম্বর-অক্টোবর মাসেই ট্যাবের টাকা ছাত্রছাত্রীদের কাছে পৌঁছে যাবে বলে আশা রাখা হচ্ছে।
তাই ছাত্র-ছাত্রীদের এখনো কিছুদিন অপেক্ষা করতে হবেএবং স্কুল থেকে নির্দেশ পাওয়ার পর ব্যাংক অ্যাকাউন্ট আধার কার্ড সহ অন্যান্য নথি স্কুলের কাছে জমা করতে হবে। যাতে ট্যাবের টাকা পেতে কোন অসুবিধা না হয়।