GNM-BSc Nursing: নার্স কিভাবে হওয়া যায়? জেনে নিন যোগ্যতা, ভর্তি-পরীক্ষা ও চাকরির সুযোগ

Bengali Darpan
0


 

GNM-BSc Nursing: নার্স কিভাবে হওয়া যায়? জেনে নিন যোগ্যতা, ভর্তি-পরীক্ষা চাকরির সুযোগ

GNM-BSc Nursing: How to become a Nurse? Know the Eligibility Test and Job opportunities.

একজন ব্যক্তির জন্মের মুহূর্ত থেকে শুরু করে তার জীবনের শেষ সময় যখন সে হাসপাতালে বিছানায় শুয়ে থাকে সর্বদা একজন নার্স আমাদের পাশে থেকেই থাকে। সদ্য জন্ম নেওয়া শিশু থেকে শুরু করে বৃদ্ধ আমরা সকলেই জীবনে কোনো না কোনো সময় হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় নার্সের যত্নের ছোঁয়া পেয়েইছি। হাসপাতালে রোগীর ভর্তি থেকে শুরু করে তাকে সময় মতো ওষুধ দেওয়া, খাবার দেওয়া এমনকি অপারেশন থিয়েটার ডাক্তারের সহায়িকা হিসাবেও নার্সরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে

অনেকের তো আবার ইচ্ছা থেকে থাকে যে তারা বড় হয়ে নার্স হয়ে মানুষের সেবা করবে। তাই আমরা আজকের এই নিবন্ধে নার্স কিভাবে হওয়া যায়? কোন পরীক্ষা দিতে হবে? যোগ্যতা কী কী দরকার ইত্যাদি যাবতীয় বিষয় নিয়ে গাইড করব বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন

বিষয়বস্তু

1 নার্স কিভাবে হওয়া যায় ?

1.1 GNM Nursing Course

1.2 B.Sc Nursing Course

নার্স কিভাবে হওয়া যায় ?

নার্সিংয়ের চাহিদা শুধুমাত্র হাসপাতাল এবং মানসিক স্বাস্থ্য কেন্দ্রে নয়, এমনকি পাবলিক স্কুল থেকে শুরু করে পাবলিক হেলথ ডিপার্টমেন্ট এবং বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানেও রয়েছে। নার্সের চাহিদা এই দ্রুত বৃদ্ধির কারণে নার্সিং কোর্সেরও ব্যাপক বৃদ্ধি হয়েছে। এদের মধ্যে অন্যতম হলো GNM Nursing Course এবং B.Sc Nursing Course উভয় কোর্সে উচ্চ মাধ্যমিকের পর ভর্তি হওয়া যায়। নিচে কোর্স দুটি সম্পর্কে আরও বিস্তারিত আলোচনা করা হয়েছে

Food SI পরীক্ষার অফিসিয়াল নোটিশ প্রকাশিত হলো! জেনে নিন কবে থেকে অনলাইন আবেদন

GNM Nursing Course

GNM Nursing Course এর সম্পূর্ণ নাম হলো জেনারেল নার্সিং এবং মিডওয়াইফারি কোর্স GNM হল এমন একটি প্রোগ্রাম যেখানে শিক্ষার্থীদের সাধারণ নার্স হওয়ার জন্য প্রস্তুত করা হয়। এই কোর্সের মেয়াদ 3 বছরের হয়ে থাকে যার মধ্যে 6 মাসের ইন্টার্শিপও করতে হয় শিক্ষার্থীদের

যোগ্যতা

এই করছে অংশগ্রহণ করার জন্য শিক্ষার্থীদের ভারত সরকার দ্বারা অনুমোদিত যেকোনো স্বীকৃতি প্রাপ্ত বোর্ডের অন্তর্গত বিদ্যালয় থেকে কমপক্ষে 50% নম্বরসহ উচ্চ মাধ্যমিক পাশ করে থাকতে হবে

বয়সসীমা

আবেদনকারী শিক্ষার্থীদের বয়স সর্বনিম্ন 17 থেকে 35 বছরের মধ্যে হতে হয়। এই বয়স হিসেব করতে হবে 31.12.2023 তারিখ অনুযায়ী

ভর্তি প্রক্রিয়া

আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের এই কোর্সে ভর্তি হওয়ার জন্য WBJEEB (West Bengal Joint Entrance Exam Board) দ্বারা একটি OMR ভিত্তিক সাধারণ প্রবেশিকা পরীক্ষা নেওয়া হয়ে থাকে। পরীক্ষাটি 115 নম্বরের এবং বছরে একবারই হয়ে থাকে। পরীক্ষার জন্য সময় থাকে 1 ঘন্টা 30 মিনিট। পরীক্ষা মাধ্যম ইংরেজি এবং বাংলা উভয় ভাষাতেই নেওয়া হয়

চাকরির সুযোগ

এই কোর্সের পরে শিক্ষার্থীরা ICU Nurse, Certified Nursing Assistant, Senior Nurse Educator, Home Care Nurse, Nursing Tutor ইত্যাদি বিভিন্ন প্রোফাইলে কাজের সুযোগ পেয়ে থাকে

কত শতাংশ নম্বরে কোন সরকারি স্কলারশিপ পাওয়া যাবে? লিস্ট দেখে আবেদন করুন!

B.Sc Nursing Course

নার্সিং ব্যাচেলর অফ সায়েন্স (B.Sc) হল একটি 4-বছরের দীর্ঘ স্নাতক কোর্স যেখানে একজন শিক্ষার্থী নার্সিং, প্রাথমিক চিকিৎসা এবং মিডওয়াইফারির প্রাথমিক জ্ঞান সম্পর্কে শেখে। B.Sc নার্সিং কোর্স Regular এবং Distance উভয়ভাবেই করা যায়

যোগ্যতা

আবেদনকারী শিক্ষার্থীদের ভারত সরকার দ্বারা অনুমোদিত যেকোনো স্বীকৃতি প্রাপ্ত বোর্ডের অন্তর্গত বিদ্যালয় থেকে Biology, Physics, and Chemistry বিষয়ে কমপক্ষে 50% নম্বরসহ উচ্চ মাধ্যমিক পাশ করে থাকতে হবে। এছাড়াও শিক্ষার্থীকে মেডিকেলভাবে ফিট হতে হবে

বয়সসীমা

আবেদনকারী শিক্ষার্থীদের বয়স সর্বনিম্ন 17 থেকে 35 বছরের মধ্যে হতে হয়। এই বয়স হিসেব করতে হবে 31.12.2023 তারিখ অনুযায়ী

ভর্তি প্রক্রিয়া

পশ্চিমবঙ্গ রাজ্যের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানগুলিতে এই B.Sc Nursing কোর্সে ভর্তি হওয়ার জন্য WB JENPAS UG পরীক্ষা দিতে হয়। এই পরীক্ষাটি 200 নম্বরের এবং অফলাইনে পেন পেপার মোডে হয়ে থাকে। পরীক্ষার জন্য 2 ঘন্টা সময় বরাদ্দ থাকে। এই পরীক্ষাটিও ইংরেজি এবং বাংলা উভয় ভাষাতেই নেওয়া হয়

চাকরির সুযোগ

B.sc Nursing কোর্স পাশ করে শিক্ষার্থীরা সরকারি এবং বেসরকারী বিভিন্ন হাসপাতাল আরও বিভিন্ন প্রতিষ্ঠানে Clinical Nurse Specialist, Manager/ Administrator, Nurse Anesthetic, Case Manager, Staff Nurse, Certified Nurse Midwife, Nurse Educator, Nurse Practitioner ইত্যাদি বিভিন্ন চাকরিতে অংশগ্রহণ করতে পারবে

 

একটি মন্তব্য পোস্ট করুন

0মন্তব্যসমূহ

Please Select Embedded Mode To show the Comment System.*