Paramedical:
কিভাবে প্যারামেডিকেল কোর্সে পড়াশোনা করবেন! জেনে নিন যোগ্যতা ও সরকারি চাকরি সুবিধা
Paramedical Admission
Course: অনেক ছাত্রছাত্রী স্বপ্ন
তাকে মেডিকেল ফিল্ডে ক্যারিয়ার গড়বে! কিন্তু সকলেই তো আর ডাক্তার হতে পারে না। ডাক্তারি ছাড়াও মেডিকেলের অনেক নতুন ফিল্ড আছে।
যেখানে ভবিষ্যতে ক্যারিয়ার অনেক উজ্জ্বল তার সঙ্গে চাকরিরও অনেক সুযোগ রয়েছে সরকারি এবং বেসরকারি উভয় ক্ষেত্রে।
আপনারা অনেকেই হয়তো “প্যারামেডিকেল”
এর নাম শুনেছেন, এর মাধ্যমে মেডিকেলের অনেক কাজ আছে। যেসব ছাত্রছাত্রী মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক (বিজ্ঞান) নিয়ে পড়ছে তারাই প্যাটা মেডিকেল নিয়ে পড়াশোনা করার সুযোগ পায়। সরকারি কলেজের সুযোগ পেলে অল্প খরচেই তারা এই কোর্স করতে পারবে।
কোন পরীক্ষা দিতে হবে, কি কি কাজ করতে হয়, কিভাবে ভর্তি হবেন –
এই সমস্ত বিস্তারিত নিয়ে আজকের এই প্রতিবেদন।
বিষয়বস্তু
1 প্যারামেডিকেল কোর্স (Paramedical
Course) কি ?
1.1 যোগ্যতা – কারা এই কোর্স করতে পারবেন ?
2 কোর্সে ভর্তি হওয়ার প্রক্রিয়া
2.1 কোর্সের সময়সীমা: কত বছরের কোর্স?
2.2 সেরা প্যারামেডিকেল কলেজগুলির নাম
প্যারামেডিকেল কোর্স (Paramedical
Course) কি ?
Paramedical course হলো দ্বিতীয়তম ডাক্তারি কোর্স। উচ্চমাধ্যমিক বিজ্ঞান বিভাগ নিয়ে পড়ার পর ভালো গুলির মধ্যে অন্যতম Paramedical course। ডাক্তার দিক থেকে দেখতে গেলে প্যারামেডিকেল কোর্স একজন ডাক্তারের নিম্নতর স্থান। Paramedical course তিন প্রকার Certificate course , Degree course,
Diploma course।
এই কোর্সে মাধ্যমে Medical Laboratory Technology,
Radiography, Physiotherapy ইত্যাদি শেখানো হয়।
প্রফেশনের
নাম |
প্রোফাইল |
Medical
Laboratory Technology |
সাধারণত সমস্ত
ডাক্তারি পরীক্ষা-নিরীক্ষা করা
ও রিপোর্ট
তৈরি |
Operation
Theater Technology (OT) |
অপারেশন থিয়েটারে
সার্জেন/ডাক্তারের
সহকারী হিসেবে
কাজ সামলানো |
Radiography |
এক্সরে, আল্টাসনোগ্রাফি |
Physiotherapy |
ফিজিওথেরাপি |
Critical
Care Technology |
স্পেশাল ক্রিটিকাল
কেয়ার হিসাবে |
Dialysis
Specialization |
কিডনি ও ডায়ালিসিস
সম্পর্কিত |
একজন ছাত্র-ছাত্রীকে প্রাথমিক থেকে অন্তিম পর্যন্ত একজন ডাক্তারের সব কাজকর্ম শেখানো হয়। যার ফলে ডাক্তারের অনুপস্থিতিতে একজন প্যারামেডিকেল ডাক্তার একজন রোগীকে খুব সহজে প্রাথমিক চিকিৎসা করতে পারে।
যোগ্যতা – কারা এই কোর্স করতে পারবেন ?
প্রথমত শিক্ষার্থীকে উচ্চমাধ্যমিকে সরকার অনুমোদিত প্রতিষ্ঠানে বিজ্ঞান বিভাগ নিয়ে পড়াশোনা করতে হবে। শুধুমাত্র উচ্চ মাধ্যমিকে বিজ্ঞান বিভাগে যেসব ছাত্র-ছাত্রীর physics, chemistry and biology বিষয় ছিল তারাই এই course এর জন্য উপযোগী।
শিক্ষার্থীর যোগ্যতা হিসাবে প্রতিটি বিষয়ে 50% পেয়ে উচ্চমাধ্যমিক পরীক্ষা উত্তীর্ণ হতে হবে।
কোর্সে ভর্তি হওয়ার প্রক্রিয়া
সরকারি ও বেসরকারি দুইভাবে এই কোর্স করা যায় । সরকারিভাবে এই কোর্স করলে খরচ কম এবং বেসরকারিতে খরচ বেশি হয়। সরকারি ভাবে এই কোর্স করতে গেলেই SMFWB – State Medical Faculty of West Bengal (স্টেট মেডিকেল ফ্যাকাল্টি ওয়েস্ট বেঙ্গল) পরীক্ষার মাধ্যমে উপযুক্ত নাম্বার পেয়ে উত্তীর্ণ একজন এই কোর্সে যুক্ত হতে পারবে।
বয়স সীমা: এই
কোর্স করার জন্য নির্দিষ্ট কোন বয়স সীমা নেই।
কোর্সের সময়সীমা: কত বছরের কোর্স?
প্রতিটি কোর্সের নির্দিষ্ট সময়সীমা আছে।
- Certificate
course হলো (৬ মাস থেকে ১ বছর ) কোর্স
- Diploma
course (২ বছর থেকে ৩ বছর) কোর্স
- Degree
course হলো – চার বছর কোর্স
কোর্সের সুবিধা:
এই কোর্স করা থাকলে একজন সরকারি হসপিটাল কিংবা বেসরকারি নার্সিংহোমে সুযোগ পেয়ে যাবে। তার সঙ্গে নিজের মেডিকেল ল্যাব খোলার ও সুবিধা রয়েছে।
সেরা প্যারামেডিকেল কলেজগুলির নাম
(1) Medical College Kolkata
(2) Calcutta National Medical College & Hospital
(3) Midnapore Medical College and Hospital
(4) Rampurhat Government Medical College & Hospital
(5) Raiganj Government Medical College And Hospital
এছাড়াও সমস্ত জেলা মেডিকেল কলেজগুলি এবং অনেক প্রাইভেট মেডিকেল কলেজ রয়েছে।
কোর্সের আবেদন কবে শুরু হচ্ছে ও কবে থেকে পরীক্ষা হবে সব নিচে দেওয়া ওয়েবসাইটে গিয়ে জানতে পারবে :
অফিসিয়াল পোর্টাল: www.SMFWB.in
হেল্পলাইন: 03323720181