রামকৃষ্ণ মিশন সমাজ সেবক শিক্ষণ মন্দিরে নিখরচায় স্বনির্ভর হওয়ার সুযোগ
অবিবাহিত বেকার যুবকদের স্বনির্ভর করার লক্ষ্যে রামকৃষ্ণ মিশন সমাজ সেবক শিক্ষা মন্দির ১৫ মে ২০২৪ থেকে শুরু করতে চলেছে ১০ মাসের আবাসিক বৃত্তিমূলক প্রশিক্ষণ। রামকৃষ্ণ মিশন, নাবার্ড এবং পাঞ্জাব | ন্যাশানাল ব্যাঙ্ক-এর যৌথ উদ্যোগে প্রশিক্ষণ প্রদান করা হবে এইসব |
বিষয়ে –
( ১ ) ৬ মাসের কৃষিবিদ্যা ও সংশ্লিষ্ট বিষয় –
উদ্যান বিদ্যা (Horticulture & Nursery
Management),
মাশরুম চাষ, ,
মৌমাছি পালন,
খাদ্য প্রক্রিয়াকরণ ও সংরক্ষণ (জ্যাম, জেলী, স্কোয়াশ, আচার, কাসুন্দি, সস ইত্যাদি),
বীজ উৎপাদন,
মাটি পরীক্ষা, কেঁচো সার,
মৎস | চাষ ও কৃত্রিম প্রজনন, রঙ্গিন মাছ চাষ,
বিদেশী পাখী পালন,
কৃষি যন্ত্রপাতির ব্যবহার।
(২) ৪ মাসের প্রাণীপালন ও প্রাথমিক চিকিৎসা, হাঁস-মুরগী ও | ছাগল পালন ইত্যাদির সম্মিলিত বৃত্তিমূলক বিষয়। এছাড়াও Value Education, Capacity Building,
Social Work, Basic Computer and Soft Skill বিষয়ের দিকেও কোর্স চলাকালীন গুরুত্ব প্রদান করা হবে।
ন্যূনতম মাধ্যমিক যোগ্যতার ছেলেরা আবেদনের যোগ্য।
বয়স হতে হবে ১ এপ্রিল, ২০২৪ অনুযায়ী ১৮ থেকে ৩৫ বছর।
কৃষক পরিবারের ও গ্রামীণ দরিদ্র পরিবারের (Rural Poor / BPL ) প্রার্থীরা অগ্রাধিকার পাবেন। প্রশিক্ষণ শেষে সফল প্রার্থীদের সরকারি সার্টিফিকেট প্রদান করা হবে ও ব্যাঙ্ক থেকে ঋণ পেতে সাহায্য করা হবে।
১ মার্চ থেকে ৩০ এপ্রিল ২০২৪ পর্যন্ত আবেদনপত্র পাওয়া যাবে প্রতিষ্ঠানের অফিস থেকে সরাসরি ও https://www.rkmsssm.org/redp/ ওয়েবসাইট থেকে।
আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৩০ এপ্রিল, | ২০২৪। বিস্তারিত জানতে
যোগাযোগ করুন এই ঠিকানায়- রামকৃষ্ণ মিশন সমাজ সেবক শিক্ষণ মন্দির, পোস্ট- বেলুড় মঠ, জেলা- হাওড়া- ৭১১২০২,
ওয়েবসাইট www.rkmsssm.org/